ম্যাজিকল্যাণ্ড

লেখক : দালান জাহান

জবাবহীন প্রশ্নোত্তরে তিনি দিয়ে থাকেন নদী ও মাছ জীবনের সম্প্রনিনাদ।

এই সুখগুলো নাকমুখ বন্ধ করে
তিন দমের বাড়ি যায়
আবার লাফাতে লাফাতে বিক্রি হতে হাজির হয় মুখহীন দাঁতহীন জল টেবিলে।

এই সব শুদ্ধশূণ্য গল্পতৃষ্ণার
অলংকৃত ফটোগুলো
জিহ্বা থেকে যাচ্ছে দূরের কসাইখানায়
অনলাইনে
‌সম্পাদককে
কাগজে এবং মস্তিষ্কে।

মস্তিষ্ক উর্বরশীল চিন্তাস্পিন
আশ্চর্য এক ম্যাজিকল্যান্ড।

লেখক পরিচিতি : দালান জাহান
কবিতাকর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum