লেখক : আমীর হামজা
শীতের সকাল!
কুয়াশাতে ঢাকা,
অন্ধকারে পথ হারিয়ে
চলছি আঁকাবাঁকা।
কনকনে এই শীতের দিনে
সবাই লেপের তলে,
গাছি ওঠে খেঁজুর গাছে
রস নামাবে বলে।
শীতের পিঠা! শীতের পিঠা!
গরম তেলে ভাজা,
বেশি করে খেয়ে খেয়ে
করি অনেক মজা।
লেখক পরিচিতি : আমীর হামজা
আমি বর্তমানে একজন কলেজ ছাত্র। পড়াশোনার পাশাপাশি মাঝেমাঝে সাহিত্য চর্চা করে থাকি।