তোমার স্বপ্নেরা জেগে থাক

লেখক : অর্দ্ধেন্দু গায়েন

তুমি এখন টাইগার হিল -এ দাঁড়িয়ে সূর্যের আলোয় ভেজা, ঢেউ খেলানো কাঞ্চনজঙ্ঘার শ্বেতশুভ্র সৌন্দর্য কিনতে ব্যস্ত।আমি আমার জন্মভূমিতে দাঁড়িয়ে, শুকনো বালিয়াড়ির প্রখর যন্ত্রনা কিনছি আজকাল। পাগলী বুড়িটা সকাল থেকে সন্ধ্যা কুড়োতে থাকে ছেঁড়া কাগজের টুকরো,আর পতনশীল মানবিকতা।
অসহায় কিছু অভিনেতা কুড়োচ্ছে অন্ধকার রাত্রির নির্জন হাততালি। নানা রঙের ছেঁড়া কাপড়ের জুড়ে দেওয়া পালে লেগেছে দখিন হাওয়া। নদীর বুক চিরে প্রবল বেগে এগিয়ে যায় জেলেদের ডিঙি। তুমি এখনও দার্জিলিঙের বড়ো রেস্তোরাঁয় মাছের মাথায় ডুবে।এ অধিকার আছে তোমার স্বাধীন ভারতে।
আমরা অনাহারে থাকি প্রায়শঃ,মাটির বুক চিরে ফসল ফলানোর মন্ত্রে দীক্ষিত হয়ে,উচ্চারণ করি কিছু পরিচিত সংগীতের সুর।ভাঙা হৃদয়ে লালন ‘শ্রী’ ফেরাতে পারেনি আজও। তোমাদের নদী ফুলে-ফেঁপে ওঠে স্বাচ্ছন্দ্যের জোয়ারে।আজ ‘ম্যাল’-এ দাঁড়িয়ে স্বপ্ন খোঁজো,কাল বৃষ্টির জলে।


লেখক পরিচিতি : অর্দ্ধেন্দু গায়েন
জন্ম উত্তর চব্বিশ পরগনার যোগেশগঞ্জের মাধবকাটী গ্রামে।পেশায় সরকারী চাকুরী হলেও নেশা পড়াশোনা , ইচ্ছে হলেই লেখা-সে কবিতা, ছোটগল্প, অণুগল্প, প্রবন্ধ যা কিছু হতে পারে, অবসরে বাগান করা,ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা ইত্যাদি।তবে সব পরিচয়ের সমাপ্তি ঘটে সৃষ্টিতে --পাঠক যেভাবে চিনবেন আমি সেভাবেই থেকে যাবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন