কিশোরগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত

লেখক : আহসান শাহরিয়ার

হাওর বাওর ও সমতল ভুমির এক বৈচিত্র্যময় ভুপ্রকৃতির একটি বিস্তীর্ণ জনপদ কিশোরগঞ্জ জেলা।বাংলাদেশের অন্যতম বৃহত্তম জেলা এই কিশোরগঞ্জ জেলা। আজকে আমরা জানব কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত। কিশোরগঞ্জের দর্শনীয় স্থান সম্পর্কে জানতে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।

কিশোরগঞ্জ জেলা বালিশ মিষ্টি, নকশি পিঠা , শোলাকিয়া ঈদগাহ ময়দান এর জন্য বিখ্যাত। এছারাও রয়েছে অষ্টগ্রামের সাদা পনির,  লালডিঙ্গি পান এবং বিভিন্ন প্রকার পিঠা মণ্ডা মিঠাই এর জন্য বিখ্যাত কিশোরগঞ্জ।ছোট বড় প্রায় ১২২ টি হাওর রয়েছে কিশোরগঞ্জ জেলায়। মোট ১৩ টি উপজেলা নিয়ে ১৯৮৪ সালের ১লা ফেব্রুয়ারি কিশরগঞ্জকে জেলা হিসাবে ঘোসনা করা হয়।

বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল কিশোরগঞ্জ জেলা।আমরা জানব কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত | কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান এই সম্পর্কে। তার আগে এই জেলার ভুগলিক অবস্থান জেনে নিই। এই জেলার উত্তরে ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলা এবং সুনামগঞ্জ জেলা দক্ষিনে নরসিংদী জেলা পূর্বে হবিগঞ্জ জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পশ্চিমে গাজিপুর জেলা ও ময়মনসিংহ জেলা অবস্থিত।

কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যাক্তি

১৮৬০ খ্রিষ্টাব্দে কিশোরগঞ্জ মহকুমার জন্ম হয়।বর্তমান কিশোরগঞ্জ জেলা তৎকালীন জোয়ার-হোসেন পরগনার অন্তর্ভুক্ত ছিল।অষ্টাদশ শতাব্দীর শেষ প্রান্তেও কিশোরগঞ্জ এলাকাটি কণ্ঠখালি নামে সমধিক পরিচিত ছিল।অনেক বিখ্যাত বেক্তি এই অঞ্চলের মুখ উজ্জ্বল করেছেন। তাদের মদ্ধে সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মহামান্য রাস্ট্রপ্রতি অ্যাড. আব্দুল হামিদ । 

  • সৈয়দ নজরুল ইসলাম
  • সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান
  • গুরুদয়াল সরকার
  • চন্দ্রাবতী 
  • উপেন্দ্র কিশোর রায়
  • কেদার নাথ মজুমদার
  • কবি সুকুমার রায়
  • স্বর্ণজয়ী ফুটবল খেলোয়াড় চুনি গোস্বামী
  • শিল্পাচার্য জয়নুল আবেদিন
  • সৈয়দ আশরাফুল ইসলাম
  • জহিরুল ইসলাম
  • আতাওস সামাদ
  • আযহার আলি আনোয়ার শাহ্‌

কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান

ষষ্ঠ শতকে বত্রিশ এর  বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ গডে তুলেন ।এই গঞ্জ থেকেই কালক্রমে কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে।এই কিশোরগঞ্জ জেলার সর্বমোট আয়তন ২৬৮৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৩৭ লক্ষ।

  • চন্দ্রাবতী মন্দির
  • ঈশা খাঁর জঙ্গল বাড়ি
  • নিকলি হাওর

ইতিমধ্যে আমরা জেনে গেছি কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে। চলুন আর একটু বিস্তারিত জেনে নিই ।

কিশোরগঞ্জ জেলায় ছোট বড় প্রায় ১২২ টি হাওর রয়েছে। কিশোরগঞ্জ জেলার অর্থনৈতিক চালিকাশক্তি অনেকটাই এই হাওরের উপর নির্ভরশীল।বাংলাদেশে উৎপাদিত ধানের এক পঞ্চমাংশ আসে এই হাওর অঞ্চল থেকে। প্রাকিতিক শোভামণ্ডিত এক সুন্দরতম জনপদ এই কিশোরগঞ্জ জেলা।

নিকলি হাওর বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র আমরা সবাই জানি।ইতিমধ্যে আমরা জেনে গেছি কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত  এছাড়াও আর কিছু সুন্দর মনোমুগ্ধকর ভ্রমন কেন্দ্র রয়েছে। চলুন জেনে নিই

  • সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি
  • দিল্লির আখড়া
  • শাহিদি মসজিদ
  • পাগলা মসজিদ
  • সৈয়দ নজরুল ইসলাম সেতু
  • ইতনা শাহি মসজিদ
  • মনির বাবুর জমিদার বাড়ি

আমরা আপনাদের খুব সহজভাবে জানানোর চেষ্টা করেছি কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত এবং কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান ।

FAQ Section
 
১. প্রশ্নঃ কিশোরগঞ্জ জেলায় কয়টি উপজেলা রয়েছে?
উত্তরঃ ১৩ টি
 
২। প্রশ্নঃ কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত  এবং কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পুরো কন্টেন্টটি পড়ুন ।
 
৩। প্রশ্নঃ কিশোরগঞ্জ জেলায় কতটি হাওর রয়েছে?
উত্তরঃ কিশোরগঞ্জ জেলায় ১২২ টি হাওউর রয়েছে।
 
৪। কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যাক্তি কারা?
উত্তরঃ বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।

লেখক পরিচিতি : আহসান শাহরিয়ার
সব নিউজ

2 Comments

  1. নিপা

    কিশোরগঞ্জের কটিয়াদি বর্তমান কবি ও সাহিত্যিকগণের নামের তলিকা দিলে উপকৃত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন