লেখালিখি ওয়েবজিন, শীত সংখ্যা, জানুয়ারি ২০২৩

আপনাদের সকলের সহযোগিতায় প্রকাশিত হল লেখালিখি ওয়েবজিন এর তৃতীয় সংখ্যা – শীত সংখ্যা

শীত যখন জাঁকিয়ে পড়ছে, এই শীতল দিনগুলিতে রসিক পাঠকের মন সাহিত্যের উষ্ণতায় ভরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা হাজির করেছি এই বিশেষ সংখ্যা। কবিতা, ছড়া, গল্প ও নানা স্বাদের গদ্য পড়ুন আর অতি অবশ্যই আমাদের জানান কেমন লাগল লেখালখি ওয়েবজিনের শীত সংখ্যা।

নিচের ছবি অর্থাৎ ওয়েবজিনের প্রচ্ছদে ক্লিক করে পড়ে নিন এই বিশেষ সংখ্যাটি।

12 Comments

  1. অভিজিৎ দাশ

    লেখালেখি ওয়েবজিন ২০২৩ শীত সংখ্যা এই “লেখালেখি ওয়েবজিন ” সম্পাদক রাজীব চক্রবর্তী দুদিন আগে , আমাকে একটু পড়তে বলেছে ।। যদিও পুরো সংখ্যা টা পড়া এখনও হয়নি,।। , প্রথমে বলি “লেখা লেখি ওয়েব জিন ” এই টাইটেল টি যাঁর মস্তিষ্ক প্রসূত তাঁকে এবং যিনি প্রচ্ছদ শিল্পী অভি শেখ দু জন কে আমি কুর্নিশ জানাই । কারণ , টাইটেল বড় অভিনব ।। আর প্রচ্ছদ ভাবনার শৈল্পিক চেতনা বোধ , অন্যরূপে দেয় !! রবি ঠাকুরের ” সহজ পাঠ “” নাকি সুকুমার রায়ের সেই শিল্প ।। আমি প্রথমে এই ওয়েব সাইট খুলেই এই দু টো জিনিস ভীষন ভাবে মন কেড়েছে ।
    সম্পাদকীয় কলম যেখানে শীত ঘুম কে আয়েসী জীবন , পিকনিক , খেলা , উত্তাপ খোঁজে আমোদিত আনন্দ ,, ভালো কথা বলে ,হটাত টার্ন সোজা খিদের আগুন , বস্ত্র হীন হাহাকার , আগুন জ্বলে ফুটপাথ জুড়ে ,, ওহ দারুন । এখানেই সম্পাদকের মুন্সিয়ানা ,,, ভুলে যায়নি তাঁদের কথা ।।
    এবার ” ক্লিক টাচ ” ওরে বাবা সেকি গো , কবিতার প্রবেশ দ্বার খুলে দিচ্ছে একের পর এক ।।
    কবিতা “ভাঙন ” “অন্যভাবে ব লো , অবচেতন ” , “এক বাগান জো ছনা ” ” সুকান্ত ভট্টাচার্য ” “আগুন পিপাসা ”
    প্রতি টি কবিতার মধ্যে তার নিজস্ব তা ভাবনা আছে ,, আমি যা বুঝি ,, কবিতায় সুর বসালে হয় গান ।।। আর তার কথাকে সংলাপে প্রয়োগ করলে হয় নাটক ,,বা ফিল্ম ।।।
    তবে “ইচ্ছে কলম” এখনও পড়া হয়নি ,, ভবিষ্যতে পড়ব ।। অনেক অনেক শুভেচ্ছা থাকলো ,, 👌👌❤️❤️ এই ভাবে নতুন ধ্যান ধারণা কে সঙ্গে এগিয়ে চলুক ” লেখা লেখি ওয়েব জিন ” আরও কিছু পড়ে নিয়ে পরে লিখব ইচ্ছা রইল ।। 🌹🌹🌹🌹

    • আপনার বিস্তারিত মন্তব্য পেয়ে খুব ভাল লাগল। লেখক, সম্পাদক এবং অন্যান্য যাঁরা একটি ম্যাগাজিন প্রকাশের জন্য পরিশ্রম করেন তাঁদের সকলের জন্য প্রেরণাই তো পাঠকের থেকে এরকম বিস্তারিত মন্তব্য। সেই মন্তব্যে যে সব সময় ভালই বলতে হবে এমনও নয়, সঠিক সমালোচনা করে পাঠকেরা এই ধরণের প্রয়াসকে বাঁচিয়ে রাখতে পারেন। আশা রাখব বাকি লেখাগুলি পড়ে কেমন লাগল তাও জানাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum