লেখক : পার্থ সরকার
বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু
ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা
পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা
তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়
কথা দিলাম
নিতে হবে কিন্তু ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।