লেখক : মধুমিতা রায় চৌধুরী মিত্র
ধূসর পৃথিবীতে এমন আগুনের তাপ এলো হঠাৎ–
এ তো হওয়ারই ছিলো–
লোভী মানব সভ্যতার উৎসবের ফসল।
জ্বলছে দেহ, হারছে বিজ্ঞান–
তবু উৎসবের নেই কোনো ছেদ–
তবুও আনন্দের নেই কোনো সীমা।
মানুষ-মন কি অসাড় হলো!
করছে কি উপহাস অসুখের সাথে?
নাকি নিশ্চিত সে–
তাকে বাঁধতেই হবে ঘর–
কোনো এক সাজানো অসুখের সাথে!
সব ভুলে চলো না আবার প্রার্থনায় বসি।
জপ করি , তপ করি এক সবুজ ধরণীর আশায়।
আশা নিয়ে যে এখনো বাঁচি–
কবে সুস্থ এক শান্ত জীবন্ত পৃথিবী পাবো!
লেখক পরিচিতি : মধুমিতা রায় চৌধুরী মিত্র
আমি এক নবীন লেখক। তবে পুরোনো পাঠক। বর্তমানে উত্তর কলকাতা নিবাসী।
তাকে বাধতেই হবে ঘর ,অনেক যে কাজ বাকি
ভালো লেগেছে শেয়ার করলাম