লেখক : লাম্মি খাতুন
আমি শিমুলের মালা গেঁথেছি,
গন্ধ নেই কিন্তু মন ছিল তাতে
তুমি এলে না!
কৃষ্ণচূড়ার ঝরা পাপড়ি
ধুলোর ওপর বিছিয়েছি
কই? তুমি তো বসলে না।
কাঠফাঁটা বৈশাখে
তালপাতার পাখা হাতে
তোমাকে কত ডেকেছি!
তুমি তো ডাক শোননি!
তারপর,
কদম হাতে দাঁড়িয়ে ছিলাম তোমার পথের ধারে
হাত বাড়ি বললাম;
কদম ফুলই আমার হৃদয়।
তুমি ফেলে দিলে।
শিশির ভেজা শিউলির মালা
তোমার হাতে থাকেনি।
গন্ধহীন কাশফুল তাইতো দেয়নি।
হেমন্তের ধান হীন ফাকা মাঠ
ঠিক আমার হৃদয়ের মত।
আমার আর কিছু নেই দেওয়ার,
ওপরের নীল আকাশ বলে চলে আয়
এই আকাশের নিচেই সে থাকে।
প্রিয়, আমি বরং ওপরেই চলে যাই
যখন ইচ্ছে মন ভরে দেখে নিব!
লেখক পরিচিতি : লাম্মি খাতুন
নামঃ লাম্মি খাতুন, শিক্ষার্থী দশম শ্রেণি, রেডিও কলোনি মডেল স্কুল, সাভার, ঢাকা। অনেকদিন ধরের কবিতা লেখার চেষ্টা করি। আজকে প্রথম লেখা পাঠাচ্ছি৷