স্বরচিত রচনাপাঠ ১৪২৭ – প্রতিযোগিতার ফলাফল

সববাংলায় এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছিল। নিজের লেখা যে কোন ধরণের রচনাই (কবিতা, গল্প, প্রবন্ধ, রম্যরচনা ইত্যাদি) লেখককে পাঠ করে তার ভিডিও করে পাঠাতে বলা হয়েছিল। আমরা নির্বাচিত ভিডিও আমাদের ইউটিউব থেকে প্রকাশ করেছিলাম। আজ তারই ফলপ্রকাশ।

যেমনটি বলা হয়েছিল, ভিডিওর জনপ্রিয়তার নিরিখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিতহয়েছে। কোন ভিডিও কতটা জনপ্রিয় তা নির্ধারিত হয়েছে কতজন মানুষ দেখেছেন (ভিউ) এবং কতটা সময় দেখেছেন (এভারেজ ভিউ ডিউরেশান), এই দুটির ওপর ভিত্তি করে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর অবধি এই দুটি প্যারামিটারের ওপর ভিত্তি করে ইউটিউব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিচে বিজেতাদের নাম দেওয়া হল।


প্রথম বিজেতা : অর্ঘ্যদ্যুতি ভট্টাচার্য্য। তাঁর পাঠ করা “তৃতীয়” গল্পটির ভিউ ১১২৭ এবং এভারেজ ভিউ ডিউরেশান ১ মিনিট ৩৮ সেকেন্ড। গল্পটি আপনিও শুনতে পারেন এখানে


দ্বিতীয় বিজেতা : অভীক সিনহা। তাঁর পাঠ করা “কবিতা” কবিতাটির ভিউ ১০৮৪ এবং এভারেজ ভিউ ডিউরেশান ১ মিনিট ১৬ সেকেন্ড। কবিতাটি আপনিও শুনতে পারেন এখানে


তৃতীয় বিজেতা : কার্ত্তিক মল্লিক। তাঁর পাঠ করা “বৃষ্টির স্মৃতি” কবিতাটির ভিউ ৯১৮ এবং এভারেজ ভিউ ডিউরেশান ৪৫ সেকেন্ড। কবিতাটি আপনিও শুনতে পারেন এখানে


সমস্ত বিজেতাদের জানাই আমাদের শুভেচ্ছা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum