সম্বোধন নিয়ে কথায় কথা বাড়ার কথকতা
লেখক : রতন চক্রবর্তী
একটি সুস্থিত তরঙ্গমালা বাহিত বাস্তব সাময়িক পত্রিকা আমার কাছে একটি লেখা চেয়েছিল, সশ্রদ্ধ বিনয়ে। এদের উদ্যোগে আমি আগেও সাড়া দিয়েছি। এবারও আমি সম্মত হয়েছিলাম। সেই প্রতিশ্রুত লেখার কথা স্মরণ করিয়ে দিয়ে আমাকে একটি বার্তা পাঠানো হয়। …