শারদ
লেখক : প্রভঞ্জন ঘোষ
নীল আকাশের পর্দাতে
সাদা মেঘের চাঙড়গুলো
চপল খেলায় ওই মাতে।
নীল সায়রের ক্যানভাসে
শাপলা-শালুক-পদ্ম-
পাঁপড়ি-ওষ্ঠ মেলে ওই হাসে।
সুবাস-আতর-সুগন্ধী
কে ছড়ালো শিউলি বনে
আকাশ থেকে ভু অব্দি?
ধানের মাঠে উপচে ওঠে
সবুজ রঙের ফাগুয়া,
পান্না-সবুজ চাঁদোয়া!…