সম্পর্কের শিকড়
লেখক : অর্দ্ধেন্দু গায়েন
তুমি আবার আমায় জন্ম দিও,
আমি তোমার গায়ের গন্ধ মাখা,
আঁচল ধরে হাঁটতে চাই।
এ জন্মে তোমায় বৃদ্ধাশ্রমে রেখেছি,
চোখের জলে ভিজে গেছে
সমস্ত স্বপ্ন।
শেষ বারের মতো তোমায় দাহ করেও
খুঁজে পাইনি তোমার নাভিকুন্ড।
বোধহয় …