আমরা সবাই একা
লেখক : বাপন মান্না
সকাল হ’লে সুপ্রভাত আর
রাত হ’লে গুড নাইট।
কেমন আছি জানতে চাইলে
বলি অল রাইট।।
সকাল-সন্ধ্যা কত লোকে
মেসেজ করে হায়।
ফ্রেণ্ড রিকোয়েস্ট দিয়ে সবাই
আপন হতে চায়।।
মনে মনে ভাবি আমি
সবাই আমায় চেনে।
দূরদূরান্তের …
সকাল হ’লে সুপ্রভাত আর
রাত হ’লে গুড নাইট।
কেমন আছি জানতে চাইলে
বলি অল রাইট।।
সকাল-সন্ধ্যা কত লোকে
মেসেজ করে হায়।
ফ্রেণ্ড রিকোয়েস্ট দিয়ে সবাই
আপন হতে চায়।।
মনে মনে ভাবি আমি
সবাই আমায় চেনে।
দূরদূরান্তের …
নিজেকে ভীষণ একগুঁয়ে মনে হয়!
মিশতে পারার অপর্যাপ্ততা তাও বলছি না!
নিজেকে আড়াল করে রাখতেই কেবল ইচ্ছে হয়!
গল্প করার জন্য কেউ ডেকে নিয়ে গেলেও…
আমি যেন হয়ে যাই নির্বাক শ্রোতা।
এই যে এই মাঝপ্রহরে …
সম্মান হ’ল সুপ্ত প্রদীপ,
আঁধার ভেদে জাগে সে দীপ।
যে করে অপমান, ভাঙে সে আলো
তার পথে থাকে শুধু অন্ধকার কালো।
যে দেয় সম্মান পায় সে আলো,
অহংকারে মেলে না ভাল।
সম্মান ছাড়া জীবন শূন্য
অপমানে …
দর্পণের সামনে দাঁড়ালে একটি নীল আলো এসে পড়ে তোমার মুখের ডান দিকে।
আমি আশ্চর্য হয়ে দেখি সেই আলো একটি অধিবৃত্তের বাঁ দিক পিছনে ফেলে অস্বীকার করছে নক্ষত্র অস্তিত্ব!
তবু সেই অস্তিত্বের সঞ্চার পথ অধিকারে রেখে …
রক্তপাতহীন আমার শহর
এই শহরে নেই কোন যুদ্ধ
এখানে নেই কোন couple-দের খেলা
এখানে শুধু single-দের মেলা
এই শহরে রইল তোমার নিমন্ত্রণ
আসতে যেন না চায় তোমার মন
কারণ তুমি যে চৌম্বকীয় আকর্ষণ
তোমার অজান্তেই আকর্ষিত হয় …
কি করে বলব তোমায়
আজও ভুলিনি তোমায়।
কি করে বলব তোমায়
তুমি কি মনে করো আমায়?
কি করে বলব তোমায়
তোমায় ছাড়া প্রতিনিয়ত মরছি
তোমায় হারিয়ে প্রতিনিয়ত জ্বলছি
কি করে বলব তোমায়
তোমায় ছাড়া ভারী হয়ে …
রাতের আকাশে আমি তোমায় দেখেছিলাম
বিদুষী হাসির মাঝে অরুন্ধতীর পাশে
অপেক্ষার প্রহর শেষ হলে
শুকনো ধানক্ষেতে বৃষ্টির জোয়ার আসে।
একটু আভাসের পর অবচেতন প্রতীক্ষায়
দিন কাটে দিন খাওয়া দিনের মত
ভুলে যাই কতদিন
বাদামী মেঘের সাথে …
তুমি এক বহুরূপী কন্যা
দুইটি ঋতুর প্রতীক;
এক হাতে তার শ্রাবণ মাখা
শাপলার গুচ্ছের মালিক।
তুমি এক অভিমানী শরতের কন্যা
নীলের আভা!
নীল শাড়িতে জ্বলে যেন
জোৎস্না চাঁদের আলো!
তার সাথে এক শরৎ মাখা
মন হয়ে …
গুনাহে ভরা দু’টি হাত, কাঁপে ভয়ে নিশির আঁধারে,
আকাশ চেয়ে বলি, হে রব, ফিরাও না মোর অশ্রু দ্বারে।
চোখের কোণে জমে থাকে, বহু অপরাধের ধূলি,
তোমার করম নাহি পেলে জীবনটা হয় নিস্বাদ শূন্যফুুলি।
হে …
আসছে পুজো ক’দিন বাদেই
সইছে না যে দেরি,
মনেপ্রাণে স্বাগত জানাই
দুগ্গা মা’কে আমি।
সবশেষে আসছে আবার
আনন্দ উৎসবের দিন,
সমস্ত দুঃখ ঘুচে যাবে
আসবে সুখের দিন।।
শিউলি ফুলের গন্ধে সবার
মেতে উঠেছে মন,
আনন্দের সাথে …
আমার তো আকাশ নেই ।
তবু উড়ব বলে চেয়েছি তোকে সঙ্গী হিসেবে।
ধরে রাখার মতো সাধ্য কোথায় আমার।
তবু বিশ্বাসের লাটাই ধরে টানতে থাকি রোজ।
তোর একটা ব্যক্তিগত নাম থাকুক।
আমি চাই,
জলের খেয়া বেয়ে সন্ধ্যাতারার …
আমি অদ্ভুত একজন মানুষ,
একই মেয়েকে ভালবাসি প্রাণ দিয়ে,
আবার ঘৃণাও করি প্রাণান্তক ঘৃণায়।
তার জন্য ছটফট করি,
তার জন্য রাত জেগে শব্দ বুনি,
তবুও সামনাসামনি দাঁড়িয়ে
দুইটা শব্দও উচ্চারণ করতে পারি না।
একতরফা ভালবাসা…
মাসিক দীপায়ন প্রতিযোগিতা
