গন্তব্য
কবি: তনুশ্রী বাগ
তোমাকে খোঁজার দরকার ছিল খুব,
তড়িঘড়ি মিশে যাই পথচলতি ভিড়ে
আমার বেশ লাগে মানুষের সান্নিধ্য, ভিড়…
পা ঘষে ঘষে, এ ওর দিকে তাকিয়েও কিছুতেই
এগোনো যায় না যতক্ষন না
পেছনের মানুষের ধাক্কা খাওয়া যায়, সজোরে
সেই ধাক্কা- …
তোমাকে খোঁজার দরকার ছিল খুব,
তড়িঘড়ি মিশে যাই পথচলতি ভিড়ে
আমার বেশ লাগে মানুষের সান্নিধ্য, ভিড়…
পা ঘষে ঘষে, এ ওর দিকে তাকিয়েও কিছুতেই
এগোনো যায় না যতক্ষন না
পেছনের মানুষের ধাক্কা খাওয়া যায়, সজোরে
সেই ধাক্কা- …
এই দ্রোহকাল শেষ হয়ে গেলে
ঝরবে রক্ত জানি পলাশ শিমুলে,
ভালবাসা হয়ে।
গোলাপের পাঁপড়িরা দেবশিশু হবে,
রক্তিম কলরবে সুরভি ছড়াবে
রাজপথ ছুঁয়ে।
ঘুমোবে না ঈশ্বর বন্ধ মনের ঘরে,
হাসিমুখে যাবে হেঁটে মেঠোপথ ধরে
বুকে নিয়ে ফসলের ঘ্রাণ।…
সুখ ….
আমি তো জানিনা
সুখ
কোন বৃক্ষের ফল;
একটি একটি করে দিন যায়
একটি একটি করে
সোনালী পালক, হাওয়ায়
খসিয়ে দিই আমি,
স্বপ্নের অলিন্দ থেকে
একটি একটি করে
নিভে যায় দীপ,
রাত্রির অবয়বে
নিষ্প্রদীপ সৌধের দিকে
অসহায় …
কলকাতা তুমি ভাল নেই।
তোমার কুঁচকে থাকা মুখ, বিগড়ে থাকা মেজাজ
জানান দিচ্ছে – তুমি ভাল নেই।
বছর পাঁচেক আগেও যে কিশোর
চায়ের গেলাস ধুতে ধুতে শিস দিয়ে গান করত
তার মুখে এখন শুধুই দু’ চার অক্ষর
আর …
একটা ঘর খুঁজছি অনেকদিন।
বসতভিটে।
কেউ ফেলে গেছে হয়তো আম জামরুলের ছায়ায়-
অনাবাসে অনাদরে পড়ে আছে স্মৃতি ফলকের মতো।
হলুদ রঙা ফুলে অমলতাস ঘর বেঁধেছে অনেকদিন আগেই উঠোনের ঢেঁকিপাড় কোণে।
শুকনো পাতা মুচড়ে বহুকাল কেউ ও পথে …
তুমি চাইলে সারাটা রাত জেগে রইব
অন্ধকারে জেগে রইব, আলোয় আলোয় জেগে রইব
তুমি চাইলেই…
তোমাকে ভীষণ জাপটে ধরে জেগে রইব
তুমি চাইলে ঘুমোতে পারো, কোলের কাছে গুটিসুটি
আমাকে তোমার বালিশ করে, বালিশ ধরে ঘুমোতে পারো…
আমি তোমার …
আজন্ম বয়ে যাওয়া ঋণের বোঝা
আজও হয়নি চোকানো,
তবু শৃঙ্খলিত উচ্ছৃঙ্খল মানুষের দল
ঠেলাঠেলি করে শুধু পেতে।
হরির লুঠের বাতাসার মত
কুড়িয়ে নিতে চায় সব কিছু।
ভালবাসাহীন পৃথিবী আমার জন্য নয়,
অবিশ্বাসের পৃষ্ঠভূমি নয় আমার খেলাঘর।
তবু …
প্রেমহীন অবয়ব
তুলেছ গড়ে দিনে দিনে সভ্যতার নামে,
জীবনের কলরব
নাগপাশে বন্দি হয়ে, হয়ত যাবে থেমে।
অশ্রুসিক্ত চোখে
সৃষ্টির প্রত্যাঘাত আনখশির বয়ে,
হাহাকার ভরা বুকে
সংক্ষুব্ধ ধরণী শুধু দেখে যাব চেয়ে।
আজ ঘরের চৌকাঠে,
যাপন সঞ্চয় ভার …
মাসিক দীপায়ন প্রতিযোগিতা