চলো না

লেখক: কাশফিয়া নাহিয়ান

চলো না একটু ভালোবাসি
চলো না একটু কাছে আসি
চলো না একটু মন খুলে আসি
চলো না উড়ি ঐ নীলাকাশে
চলো না ভাসি মৃদুমন্দ বাতাসে
চলো না ভিজি বৃষ্টিতে,
শুধু দুজনের ছবি থাকুক একে অন্যের দৃষ্টিতে।
চলো না উপভোগ করি জ্যোৎস্নাস্নাত রাত
তোমারই হাতে থাকুক আমার এই হাত
চলো না ভুলে যাই সকল অভিযোগ অনুযোগ
ঘুঁচে যাক মনের সমস্ত শোক
চলো না জড়িয়ে পড়ি এমন এক মায়ায়
নিজেদেরকেই খুঁজে ফিরি একে অন্যের ছায়ায়।
চলো না বাগান থেকে আসি ঘুরে
অবহেলার আবর্জনা ফেলে দিই ছুঁড়ে
চলো না দূর করি দূরত্ব
সারাজীবন অটল থাকুক আমাদের এই বন্ধুত্ব
চলো না সৃষ্টি করি কবিতার পংক্তিমালা
মিটিয়ে দিই সকল যন্ত্রণা ও জ্বালা।
চলো না দুজন মিলে হয়ে যাই পরিপূর্ণ
পরস্পরকে ছাড়া যেন সবকিছুই লাগে শূন্য
চলো না ভালোবাসায় এই ভুবন দিই ভরিয়ে
অপশক্তিকে দুজনে মিলে দিই সরিয়ে
চলো না কিছু ভালো মুহূর্ত দুজনের ফ্রেমে করে রাখি বন্দী
চিরকাল যেন আমরাই থাকি একে অপরের সঙ্গী
চলো না হারিয়ে যাই এমন এক অজানায়
যেখানে আমাদের কেউ না খুঁজে পায়।


লেখকের কথা: কাশফিয়া নাহিয়ান
কাশফিয়া নাহিয়ান ইংরাজি ভাষা ও সাহিত্যে মাস্টার্স করেছেন। সাহিত্য চর্চা তাঁর অন্যতম প্রিয় শখ।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।