ভালো নেই

কবি: সেখ সাবির মোল্লা

ভালো নেই আমি,
তোমার চেনাজানা স্বপ্ননগরীটাও বদলে গেছে,
সোনালী রৌদ্র আর ধরা দেয় না তোমার ভগ্ন ব‍্যালকনিতে,
মেঘেদের বুক হতে বৃষ্টি ধুয়ে দেয় না বাড়ির এককোণের লিকলিকে গোলাপ গাছটাকে।
নীল আকাশজুড়ে কেমন যেন অশনির সংকেত।

ভালো …

গুচ্ছকবিতা: নত কথামালা

কবি: রাজীব চক্রবর্ত্তী

(১)

যুদ্ধ বিরামেও অবশিষ্ট থেকে যায়
নিষ্পত্তির আড়ালে জয়-পরাজয়,
পরাজিত সৈনিক অস্ত্র ভারে নত
আজীবন বয়ে চলে যুদ্ধের ক্ষত।

(২)

কখনও একলা মানুষ অনেক ভারে হয় নত
বেঁচে থাকার দায়টা যে চিরদিনই ব্যক্তিগত।

(৩)

কথার পিঠে কথা …

ফিরে আসা

কবি: মরফিয়াস্

বুঝতে পারছি,
কলমে মরচে পড়েছে।
শব্দ আসছে না,
হাত কাঁপে,
বানান আর ব্যাকরণে
ভুল করছি, যেন
এই প্রথমবার কবিতা লিখছি।
অনেকটা সেই প্রথমবার সাইকেল
চালানোর মতন।
জানি অনেকদিন পর ফিরলাম,
বোধহয় অনেক দেরি করে ফেলেছি।
বোধহয় সময় ক্ষমা …

অভিমান – ৬২

কবি: শ্যামল শুক্লা

কাশ্মীরে যাবো না আমি
যাবো নাকো রামভূমি কিংবা বাবরিতে
সেখানে বিরোধ — দ্বন্দ্ব ।
ট্রেনেও চড়বো না আমি
চড়বো না বাসে কিংবা অন্য কোনও যানে
সর্বত্র আগুন জ্বলে —
উন্মত্ত ক্রোধের।

এই ঘৃণার আবহে
কোথাও যাবো না …

মেঘলা সময়

কবি: সুরজিৎ সামন্ত

তোমার শরীর জুড়ে সওয়ার হয়েছে
সাঁজোয়া মেঘ।
ধুসর মেরুর আবির মেখে,
সময়ের সাথে লুকোচুরি করে,
সে আজ বড়োই ক্লান্ত।
হয়তো বৃষ্টি হয়ে নামবে বলে।
তারপর গড়িয়ে যাবে সমস্ত রাজপথ জুড়ে।
অথবা ভরসা হয়ে ছড়িয়ে পড়বে
গ্রাম থেকে …

বৃত্ত

কবি: শ্রীজা দত্ত

মুখোমুখি দাঁড়িয়ে দু’জন,
এক আকাশেই পথ হাঁটি!
পাথর ভাঙ্গার শব্দ শোনায়-
গভীর রাতের কান্নাকাটি।

ওপার থেকে নৌকো আসে,
সরলরেখাই মাপে কোন!
অন্ধকারের ঢেউয়ের মতো-
খুঁজতে থাকে অস্থির মন।

দেখা হবে আবার যেদিন,
সময় করে দাঁড়িয়ে থেকো!
আমার মতো …

লিলিপুট্-কুরকুট্

কবি : পার্থপ্রতিম সিংহ

লিবিয়া থেকে এলো
গোটা দুই লিলিপুট্ !
ফিজি থেকে সুজি কিনে
কোরিয়ার কুরকুট্ ।

চিন থেকে চিনি কিনে
সোজা গেল হাইতি ,
উরুগুয়ে থেকে তারা
কিনে আনে গাঁইতি !

সেই থেকে ব্রেকফাস্ট্
নয় কাঁটা চামচে ,…

আমি শুধু ভালোবাসা নই

কবি: গৌতম চট্টোপাধ্যায়

অতিনীল পৃথিবীহীন গূঢ়তায় ডুবে আছি আমি–
আমি পাখী নই, নই সক্রেটিস, ব্রাউনিং কিম্বা
নব্বই’এর সাহিত্য-নোবল্ অক্টোভিও পাজ–,
আমি কুলগামে গুম-খুন;
আমি সন্ত্রস্ত সুন্দর কাশ্মীরের অলিতে গলিতে
আর দন্তেবাড়ার নকশালীতে ঘেরা ঘন জঙ্গল;
বা সেনার নিঃশব্দ প্রতিশোধের
বিনিদ্র …

এসব অপেক্ষা শেষে

কবি: নিঃশব্দ আহামদ

আমি তাকালাম, উড়ে যাচ্ছে রোদ
কোথাও পুঞ্জীভূত মেঘে জমে গেছে খেদ-
তাই আর আসা হলো না
শুধু ভাবনার অতল থেকে তুলে আনো সংশয়
বৃষ্টিধোয়া সন্ধ্যা এক ভিজিয়ে যায় চোখ।

টুংটাং শব্দ তুলে পেরিয়ে যাবার কালে দ্বি-চক্র যান…

সভ্যতার আর্তনাদ

কবি: সৌরভ চক্রবর্তী

ওহে মানুষ,
তুমি বড়ই তুচ্ছ
প্রকৃতির রোষে
তুমি বড়ই তুচ্ছ।

মাত্র কয়েক ঘন্টা,
মানুষের সাধের সভ্যতা
মাটিতে মিশে গেছে।
শেষ হয়েছে অহংকার।

আজ শুধুই হাহাকার,
মানুষ শুধু কাঁদছে
মানুষ আজ অসহায়।
যেদিকে তাকাও দেখো
ঘূর্ণিঝড়ের প্রলয় নাচন।…

পথ

কবি: তনুশ্রী বাগ

কেউ, এমনও ভাবনায় বহুদূর যাই
হাত ধরি, অপরাধ গ্রহণ করি, হাঁটি

লালধুলা, কাঁকরের পথে কে যেন
রেখে গেছে হাওয়ার দশদিক,
লুকিয়ে ফেলা চিঠির
কবেকার ক্লান্ত মুখ, ধীর, উড়ে যায়
চাঁদের বিশ্রামে

তবু হাঁটি। পথ পড়ে থাকে, গৃহী …

আদর্শ

কবি: ইচ্ছেমৃত্যু

আমি তোমার মতো হতে চেয়েছিলাম
চেয়েছিলাম তোমার আদর্শে বড় হতে
অথচ তখন আদর্শ বোধ আসেনি
তখন আদর্শ কুয়াশার ওপারের শব্দ
শোনা যায়… ঠিক বোঝা যায় না।
তবু আমি আদর্শ গড়েছিলাম  –
অথচ তুমি চাওনি তোমার মত হই
ওরা …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up