মেঘলা সময়

কবি: সুরজিৎ সামন্ত

তোমার শরীর জুড়ে সওয়ার হয়েছে
সাঁজোয়া মেঘ।
ধুসর মেরুর আবির মেখে,
সময়ের সাথে লুকোচুরি করে,
সে আজ বড়োই ক্লান্ত।
হয়তো বৃষ্টি হয়ে নামবে বলে।
তারপর গড়িয়ে যাবে সমস্ত রাজপথ জুড়ে।
অথবা ভরসা হয়ে ছড়িয়ে পড়বে
গ্রাম থেকে গ্রামান্তরে।
নয়তো বা অমলিন পথের গল্প হয়ে ভেসে যাবে
নাম না জানা মহানন্দার জলে।
হারিয়ে যাবে দিশাহীন সমুদ্রের ঢেউয়ে।

তারপর নামবে অবেগহীন রাত।
মোমবাতি জ্বালিয়ে আমি উপভোগ করবো
নিথর রাতের বৈপ্লবিক জোৎস্না।
তখন বৃষ্টি হয়ে উঠবে ছায়াপথ।
উল্লাসের আবরণ জড়িয়ে বিস্ফোরিত হবে নক্ষত্র।
নিক্ষেপিত হবে অগ্নিবিন্দু।
জন্ম নেবে সভ্যতার প্রমিথিউস।
বৃষ্টি আবার অপেক্ষাতে রবে,
হয়তো মেঘ হবে বলে।


ছবি: প্রণবশ্রী হাজরা


লেখকের কথা: সুরজিৎ সামন্ত
নাম-সুরজিৎ সামন্ত। নিবাস-মেছেদা, পূর্ব মেদিনীপুর। ইংরেজী সাহিত্যের ছাত্র। নেশা- তথ্য সংগ্রহ এবং কবিতা লেখা। চলমান সময়ের বিভিন্ন অনুভুতিকে শব্দের নাগপাশে বন্দী করাই আমার কবিতা লেখার অনুপ্রেরণা।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

3 Comments

  1. দেবজিত ঘোষ

    লেখার ধার তো পুরো মনের ভিতরে দাগ কেটে গেলো। আরো লিখুন। এই লেখা টা কোথায় যেন একটা নিজেকে খোঁজার আপ্রাণ প্রচেষ্টাকে দর্ষয়, যা আমরা সকলেই করে থাকি।

  2. সৌমেন মাইতি

    দারুন হয়েছে এটা, এটা পড়ার পর নিজের মধ্যে যে একটা গোপন একাকিত্ব ভাব সেটা টের পাওয়া যায় এটা পড়ার পর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।