লেখালিখি ওয়েবজিন, শীত সংখ্যা – ১৪৩১
ঘাসের আগায় রুপোলি শিশির ভিড় করে থাকে, কুয়াশার মধ্য থেকে ভেসে আসে রেলগাড়ির হুইসেল, ভেজা হাওয়ায় মিশে থাকে ফেলে আসা মনখারাপের অন্ধকার। ঘাড়ের কাছে কামড়ে ধরে শিরশিরে ভয়। দুপুর রোদে খোলা হয় ন্যাপথলিনের গন্ধ মাথা বাক্সপেটরা। খেজুরের রস হাঁড়িতে ভরে …