সম্পর্কটা এখন বীভৎস
লেখক : সাখাওয়াতুল আলম চৌধুরী
নিশুতি রাতের আলো আঁধারের মতো
তোমার আমার সম্পর্কটা এখন অস্পষ্ট।
হাত বাড়িয়ে আমি তোমায় ছুঁতে চাই ..
কিন্তু হাতের নাগালের আশপাশে তুমি নেই ;
আমার ইচ্ছের আকাশে মুক্ত বিহঙ্গরা
তোমার আঙিনায় এসে মুখ থুবড়ে পড়ে …