পুঁজি
লেখক : প্রভঞ্জন ঘোষ
চোখের কাছে যাই
চোখ বলে কি চাই?
হাতি-ঘোড়া, চিরুনি, দেশলাই
সোনা-রুপো, পুতুল, বাঁধানো বই
ইত্যাদি-ইত্যাদি-
পায়ের কাছে যাই
পা বলে কি চাই?
পাহাড়-পর্বত, রাজপথ
উচ্ছল নদী-প্রান্তর
ঘর-বারান্দা, ছাদ, সিঁড়ি,
দুব্বো দিতে পারি,
পিচ, ঝামা, বাতা-বাখারি
ইত্যাদি-ইত্যাদি-…

