ওরা
লেখক : রাজীব চক্রবর্ত্তী
ওরা প্রাণপণে ভালবেসেছিল,
উত্তাপ নিয়েছিল বুক ভরে।
শরীরে শরীর মিলেছিল, শুধু
মেলেনি ঈশ্বর। তাই,
হিমঘরে বাসর পেতেছিল।

মেরুদন্ড খোঁজেনি মেরু,
ওরা আগুন হাতে
আঁধারে পথ হেঁটেছিল।
অন্ধ কুঠুরিতে একদিন,
তারা ভরা রাতে
মৃত্যু আলো জ্বেলেছিল।

বুকে …

