আয়ত্তের বাইরে যা গেছে

লেখক : প্রভঞ্জন ঘোষ

আয়ত্তের বাইরে যা যা গেছে
তার একটি-  বিনোদন,
গানের উৎপাতে কান হয়েছে ঝালাপালা
তার পরিবর্তে, হাওয়ার সুর অনেক শ্রেয়
ঝিঁঝিঁর সুর, পাখির সুর, সমুদ্রের সুর
শ্রবণকে করে নমনীয়,
তেমনি গেছে ছায়াছবি, নৃত্য, নাটক যাত্রাপালা,
কুস্তি-কার্টুন-খেলাধূলা- – – –
 
আর একটি, পোষাকআসাক
আর একটি, বাক্যরীতি
আর একটি ব্যাবসাপাতি
উভয়তরফ রাজনীতি-
 
সবার চেয়ে দৃষ্টিকটূ
আমজনতার আচারবিচার
শ্রদ্ধা স্নেহ লাজ সম্ভ্রম
ভেল্কির ন্যায় সবই খতম!
 
এমনি আরো কতকিছু
দেখে-দেখে দিশেহারা,
শব্দ,আলো,ভাঙন,কাঁপন
সৃষ্ট যত মগজ দ্বারা।
 
থাকার মধ্যে কি কি থাকা
খুঁজতে গিয়ে হই হারাধন,
তটস্থ হই না জানি হয়
আয়ত্তহীন প্রাণটা কখন!

লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum