ভুজুংভাজুং

লেখক : প্রভঞ্জন ঘোষ

আজও চলে বুজরুকি
গোষ্টীপ্রথার গোঁয়ার্তুমি
এখনও হায় গেল কি?

আর কতদিন সময় দেবেন
উদারমূর্তি ভগবান
আজও সমান চৌর্যবৃত্তে
দস্যু-ডাকাত মূর্তিমান- – –

একলা খাবার দিনগুলো
(ফলমুল-দুধ-মাখন-ঘৃত)
আজও কি হায় শেষ হল!

আর কতকাল রশ্মি টেনে
এইভাবেতে রাখা যায়
সূর্য রে হায় উদয় হয়ে
উল্টোদিকে অস্ত যায়।

এখনও ওই আমরা, আমি-র
দিনগুলো কি অসয্য!
যুগটা যেথায় অত্যাধুনিক
এসব পন্থা অন্যায্য।

আবিষ্কারে অষ্টরম্ভা
তেমন কিছু সু-বস্তু
তাবড়-তাবড় মুখের বুলি
বিন্দাস-হায়-তথাস্তু- – –

ওদের দিকে তাকিয়ে প্রাণে
বিন্দুমাত্র লজ্জা নেই,
আমরা তো বেশ উদোম্ আছি
অষ্টপ্রহর ভাবটা এই।

আজও চলে ভুজুংভাজুং
গর্তে ফেলার প্রকল্প
মধ্যযুগের অসভ্যতার
আজও খোঁজে বিকল্প।

যুগটা যেথায় অত্যাধুনিক
থোড়াই চিন্তা পরোয়া
অন্যে সবাই লাফিয়ে-লাফিয়ে
জট্-জড়িমায় এদের পা।

একলব্যের আঙ্গুল কাটে
বুদ্ধে করে ঘরছাড়া
গ্যালিলিওকে বন্দি করে
যীশুর করে প্রাণহরা।

আজও মণিমুক্তো ছিনে
আঁকড়ে রাখে রাজত্ব
আজও সরল সত্য চেপে
দেখিয়ে চলে বীরত্ব।

রামগোঁড়ামির গোঁয়ার্তুমি
নেহাৎ না হয় বন্ধ হোক
মুক্তপ্রাণে মুক্তমনে
মর্তে থাকুক বেবাক লোক।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন