বিদায় বেলা

লেখক : দেবজিৎ দত্ত

১০ই ফেব্রুয়ারি বেলা ৪টায় থেমে গেলো বর্ণময় পথচলা,
স্মৃতি হয়ে রইলো লাঠি হাতে শালীনতার লুবধ দৃষ্টির সেই বেলা।
হারিয়ে গেলাম অচিন অনস্তে মেঘ আর কুয়াশার,
সাক্ষাৎ-এর সুযোগটাও পেলাম না একবার।
 
যতদূর চোখ যাচ্ছে চোখের সামনে ভেসে ওঠে সেই সৌশিল্য মুখ,
মনের মধ্যে গাথা আছে ডালি পূর্ণ দুখ৷
 
জানি, আপনার স্নেহ পূর্ণ সেই হাতের স্পর্শ আর আমরা পাব না,
পাওয়ার মধ্যে ছিলো শুধু কান্না, দু‘চোখ ভরা কান্না।
 
তাও পেলাম না অন্তিম মুহূর্তে,
 
চাপা থাকলো আমার আক্ষেপ মনের নিজ গর্তে।
 
এখন পাওয়ার মধ্যে আছে শুধু চরণধূলি,
 
তাও দেবে মুছে এক বাতাসের ফুতকারি৷
 
কিন্তু আপনার জ্বালানো প্রদীপ যা প্রতিভা বিকাশে,
আপনি জাগিয়েছেন জ্ঞানের শিখা অশিক্ষার আকাশে।
 
তাই বিরাজ করিবে মম হৃদয় স্পন্দনে,
 
চিরদিন চিরকার মম মনে৷

লেখক পরিচিতি : দেবজিৎ দত্ত
আমি কুকুরা অনিলা বালা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ি। 7বছর থেকেই আমার লেখালেখির শুরু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন