লেখক : রাজীব চক্রবর্ত্তী
অজানাকে জয় করে
লিখেছ বিজয়গাথা,
সভ্যতা
তুমি অজাতশত্রু নও।
পদচিহ্ন মাঝে
নিটোল স্বার্থের জাল,
মদির আঁখিতে ধরা দেয়
ধর্মজীবির দল।
নোনা আস্বাদে শ্বাপদের হাসি
রক্ত নদীতে ডাকে বান।
হিংসার গরল স্রোত
রাজপথ, গলিপথ জুড়ে,
দেবালয়, শান্তির নীড়ে।
পড়শির ঘর শূন্য হলে
ভরে ওঠে মন,
লুঠের ঝুলি পূর্ণ করে
জুড়ায় বুকের আগুন।
আটপৌরে জীবন ঘুমন্ত আগ্নেয়গিরি।
উত্তাপে জেগে ওঠে
কন্ঠ ছাড়ে, কুম্ভীরাশ্রু ঝরে।
ডানা মেলে
বুকের মাঝে লুকোনো তৃষা।
অন্যায় রুখতে চায়
ন্যায় পতাকা হাতে,
রাখে হাত অধর্মের হাতে।
অজান্তে খসে কত ছদ্ম আবরণ
জিঘাংসার ক্ষত চিনিয়ে দেয়,
বিভেদের অদৃশ্য চক্রব্যুহ মাঝে
মানুষ কুরুক্ষেত্রে অভিমন্যুর সাজে।
লেখক পরিচিতি : রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত "সংশ্লেষ" নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত "অন্য গদ্য" গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।
দারুণ
Khub valo laglo