ফাঁকি

লেখক : প্রভঞ্জন ঘোষ

অনেক কিছু আমরা দেখে ও দেখি না
আমাদের পাপ সেখানেই
বল্মীক বাসা বাঁধে,
অবক্ষয়ের ত্বক বিচ্যুত হয় অবিরল –
সমাবেশ বিচ্যুত হয়, সঙ্ঘ বিচ্যুত হয়
বিচ্যুত হয় বৃহত্তর প্রকল্প———
জগৎকল্যাণ যজ্ঞে সমারূঢ় হই
এসো, সংকল্প করি অনাবিল
বসুধার রচনায়,
এসো পরিশ্রুত হই,
ঘামঝরা করি চিত্ত পরিশ্রমে –
মন-মনন-আত্মায়-


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
-যখন যা পাই পড়ে ফেলি। আর, মাঝেমধ্যে এক আধটু লিখে ফেলি। আর চড়িভাতি করার স্মৃতিচারণে আনন্দ পাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন