যেমন কর্ম তেমন ফল

লেখক : রণ

মানুষ ভালো নেই
“আহা! ঈশ্বর মানুষগুলো রক্ষা করো, ইস! উফ্!”
এ সব শুনে শুনে নিজেকেও দোষী করেছি।
এ ধরা শুধু আমার নয়, আমাদেরও নয়;
এ অব্দি যত্ত প্রাণী হত্যা হয়েছে
এ ধরিত্রী ওদেরও।

মানুষ নাকি সব পারে! সবই পারে
দেখোনি সাগরে আগুন দিয়েছে
পাহাড় খুঁড়ে সমতল
সবুজ মুছে ধূসর
আর পাতাল গুঁড়িয়ে জল।

দেখোনি কুকুর শাবকের হত্যা কান্ড?
গর্ভবতী ঐরাবতের কান্না শোননি!
শুধুই পশুর চর্মে মৃদু ওম নিয়েছো
ওরা কি পশু ?
তবে মানুষ ?

নগর কংক্রিটের জঙ্গল
অথচ বাতাস শূণ্য।
কে বলে পৃথিবী ভালো নেই?
মানুষ ভালো নেই;
প্রকৃতির প্রকৃতিগত দিব্যি আছে,
মানুষের মনুষ্য আচরণ খোয়া গেছে কবেই।

হচ্ছে যা হতে দাও
ধরেই নাও প্রকৃতির শান্ত প্রতিবাদ
আবার মানুষ হত্যাও বলতে পারো।
“গিভ এন্ড টেক পলিসি”।


লেখক পরিচিতি : রণ
১৯৮১ সালের ২৫ ফেব্রুয়ারি জন্ম, প্রথম কাব্যগন্থ “ধূসর সমগ্র” প্রকাশকাল ২০১৯ একুশে গ্রন্থমেলা, প্রথম ছোট গল্প “রণ’র ডায়েরী” প্রকাশকাল ২০২০ একুশে গ্রন্থমেলা। ভালোবাসি শুধুই পড়তে আর লিখতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন