অতীত, বর্তমান, ভবিষ্যত ও এক রাজা

লেখক : কৌস্তভ দত্ত

অতীত –
বিকৃত, অর্ধদগ্ধ,বেওয়ারিশ অতীত-
ভেসে চলেছে গঙ্গা যমুনার জলে।
উন্নাও হয়ে পাটনা, মালদা হয়ে
সে ভেসে চলেছে মোহনার পানে।
অতীত প্রশ্ন করেনা,বিক্ষোভ দেখায় না,
শুধুই ভেসে যায়,আর বালুচরে আটকে যায়।

বর্তমান –
ব্যাংক থেকে শুরু করে হাসপাতালে-
লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ সে ক্লান্ত।
দেশভক্তির প্রমান দিতে দিতে আজ সে পরিশ্রান্ত।
একটু অক্সিজেন আর একটা বেড খুঁজতে খুঁজতে,
অভুক্ত বর্তমান ভুলে গেছে বিচার চাইতে।

ভবিষ্যত-
বর্তমানের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দেখছে সে সব কিছুই।
শক্ত হচ্ছে তার চোয়াল।
দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে সে,
তার বজ্র কঠিন কাঁধে তুলবে সব দায়িত্ব।
সে জানে নিস্তব্ধ বিপ্লব করতে,
তার তর্জনী প্রস্তুত সেই বিপ্লবের জন্য।

রাজা –
তুমি গণতন্ত্রকে শিখন্ডী করে স্বৈরাচারী হয়েছো।
তোমার রাজত্বে চিকিৎসা নেই, টীকা নেই,
নেই সৎকারের ব্যবস্থা, আছে শুধুই –
গগনচুম্বী মিথ্যার ফানুস।
কিন্তু ভবিষ্যত জানে গণতন্ত্রের মর্যাদা রাখতে।
রাজা-
তুমি সিংহাসনচ্যুত হলে থাকবে কোথায়?


লেখক পরিচিতি : কৌস্তভ দত্ত
জন্ম 1991 সালের 12ই জুলাই। পেশায় আইনজীবী, কবিতা লেখা নিছক শখে নয় কবিতা প্রতিবাদের অস্ত্র

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।