কাঁচের মন্দির

লেখক : প্রভঞ্জন ঘোষ

মা আছেন
বাবা ও
পুত-পবিত্র নদী আছে,
সংশ্লিষ্ট আবাস ডিঙিয়ে
সে এক আনন্দনিকেতন!
যখনি আসি
কি এক মোহে
হাত চলে যায় চরণামৃতয়:
শরীরের প্রতিটি কণা পবিত্র হয়
চক্ষু নির্মল হয়
অনিন্দ্য কাঁচের
নান্দনিক ঘেরে!
অতি মনোরম ধাম,
চোখের মণির ন্যায়
রম্যতা ছড়িয়ে
দাঁড়িয়ে আছেন মোহনরূপে;
মণিমন্দির যাঁর নাম।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum