কেত্তন

লেখক : প্রভঞ্জন ঘোষ

যে যেভাবে পারছে
সাবড়ে দিচ্ছে
ব্যাঘ্রের গলায় মালা পরাতে গিয়ে
কেউবা হ’চ্ছে শহিদ!
গাড়ির টেঙ্কি ফুটিয়ে
ডিজেল বের ক’রে নিচ্ছে,
দপ্তরের নথি ঘুলিয়ে
হড়কে নিচ্ছে টু-পাইস্।
এত যে সব্জির বাহার দেখছো
সবই ফর্মালিনের সুকৃতি।
যে যেভাবে পারছে
বুটিক্ বসিয়ে
বস্ত্রের বুনোট্ ফাঁসিয়ে বেড়াচ্ছে।
ওদিকে, গাড়িতে-গাড়ি ঠোকা লাগিয়ে
ট্রাফিককে করছে নাজেহাল,
মনে কত কৌতুকের তীব্র এষণা!
ট্রান্সফরমারের ঘড়া মটকে
লোডসেডিং করাচ্ছে।
যে যেভাবে পারছে
রাস্তায় জীবানু ছড়াচ্ছে
মাটির অন্দরে চালান দিচ্ছে
মারন প্লাস্টিক।
পাছায় চিমটি কেটে
ভিড়ের ব্যূহে সটকে পড়ছে।
এত যে আহ্লাদ দেখছি-
প্রতিটি ওলার মধ্যে
প্রতিটি অটোর মধ্যে
ঘনিয়ে তুলছে কুয়াশার বুড়বুড়ি- – –
আসলে, সবমিলিয়ে জাঁকিয়ে উঠছে
কেত্তনের বেশ ছায়াছবি।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন