কলকাকলি

লেখক : প্রভঞ্জন ঘোষ

পাখিদের সুরলহরে
না হয় চড়াই হয়ে
কিচমিচ্ তাল ঠুকে যাই
ব্যাঞ্জ বাজিয়ে,
না হয় বাবুই হয়ে
ঘ্যাঁস-ঘ্যাঁস সুর দিয়ে যাই
ঠোঁটের চালনায়ে,
ঠকাঠক কাঠ ঠুকে যাই
কাঠঠোকরা হয়ে।
 
পাখিদের ওই আসরে
কোকিল,পাপিয়া
ময়না সেতার বাজায়
শ্বেত কাকাতুয়া- – – –
 
পাখিদের ওই আসরে
না হয় মুনিয়া
বগলা- গামলা বাজাই
মালসা, খাটিয়া।
 
গলাতে চাঁদমালা পায়
চন্দনা টিয়ে
আবাবিল মেডেল নাচায়
বক্ষ দেখিয়ে,
পাখিদের ওই আসরে
টুনটুনি হয়ে
পাতাটির ভেঁপু বাজাই
না হয় শুনিয়ে।

লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন