কবি: ঋষা ভট্টাচার্য
কোনো কোনো তারা থাকে
যারা গ্রহের ঘুম কেড়ে নেয়।
বাতাসে বিষাক্ত সুরে গোটা গোলার্ধ
গ্রাস করে।
এমন শক্তিশালী তারাদের দেশ
কাল সময় অনেক আগেই নির্ধারিত করে
মানুষ। পুঁথিতে লিখে রাখে আগন্তুকের নাম,
তার কার্যাবলী।
তাদের প্রাণদাতা পাপপুণ্য ভুলে
স্বাধীনমত সৌরধুলোয় জন্ম দেয়
কোটি কোটি শোষনের আশ্চর্য ক্ষমতা,
এসব অনেক আগেই নির্ধারিত করে মানুষ।
মহত্তম শিল্পদক্ষতা নিয়ে
নিজের চারপাশ বেঁধে ফেলতে ফেলতে,
বিশ্ব পাহারাদার ভেবে
পরাধীন নিজের কাছেই।
এসব অনেক আগেই নির্ধারিত করে মানুষ।
ছবি: প্রণবশ্রী হাজরা
লেখকের কথা: ঋষা ভট্টাচার্য
পেশাগতভাবে বেসরকারী চাকুরিজীবী হলেও দিনান্তে ঝুঁকে থাকা কবিতার ওপরেই। লেখাপত্র ছাপানো এ যাবৎ নানাবিধ লিটল ম্যাগাজিনে।এসবের পাশাপাশি রং তুলি ক্যামেরার যুগলবন্দি কবিতার রসদ যুগিয়েছে নানাভাবে। গানের চর্চা ছোটবেলা থেকেই।আধুনিক, সেমিক্লাসিকাল, নজরুলগীতি ইত্যাদি সময় কাটানোর প্রিয় সঙ্গী। তাই দিনযাপন সচরাচর অবহেলায় যায় না।
পৃথিবী জোড়া এই দুঃসময়ে অসাধারণ কালনির্দেশ
বাস্তব কে ছুঁয়ে থাকা 1টি কবিতা!
দারুণ লেখা। 👍
সত্যিই মানুষ আজ নিজের কাছে পরাজিত। অনবদ্য ভাব প্রকাশ। অভিনন্দন।
খুব সুন্দর
ঋষা ভট্টাচার্য এর কবিতা মনে রাখার মতো। শুভেচ্ছা প্রিয় কবির জন্য।
Opurbo
সত্যি তারাদের চলাচলে বলা হত আমাদের ভাগ্য নির্ধারিত হয়।আর আজ দেখি তারকামানব দের ধূসর দৃষ্টি তে সৌরঝড় উঠে সমস্ত পৃথিবীর ভাগ্য অন্ধকারাছন্ন হয়ে পড়েছে।এই কবিতা ভাবিয়েছে আমাদের এতেই কবি র সৃষ্টির সার্থকতা।অভিনন্দন ঋষা ভট্টাচার্য।
খুব ভালো. এই সময়ের সময়োপযোগী লেখা.
খুব সুন্দর
বড়ো ভালো লাগলো। সব দিক দিয়ে আজ আমরা পরাজিত।
Kh
কবিতা পড়ে ভালো লাগল রিষা। আরো কবিতা পড়ার জন্য অপেক্ষা করব।
খুব খুব ভালো লাগলো!
Khub sundor ekti lekha…pore samridhho holam
Khub bhalo laglo…
Khub bhalo laglo Risha. Asa kori aro erokom lekha porar sujog pabo.
খুব ভালো লাগল।শব্দচয়ন ও ভাব বিন্যাস মন ছুঁয়ে যায়।
খুবই ভাল লাগল
আমি তো তোমার গুণমুগ্ধ
তোমার শিল্পকর্ম আরও আরও ব্যপ্ত হোক
শুভেচ্ছা
খুব ভালো লাগল পড়ে ।অনেক শুভেচ্ছা রইলো ।
এই লেখাটিও বরাবরের মতোই চমৎকার ।
শুভকামনা একরাশ ।।
মানবজাতি আজ নিজের রচিত বেড়াজালে আবদ্ধ… পালাবার কোনো পথ নেই।
মুক্তি কি সে পাবে কোনোদিন… ভাবাচ্ছে…
খুব ভালো লাগল পড়ে ।অনেক শুভেচ্ছা রইলো ।
খুব সুন্দর… কোনো গন্ডিতে নিজেকে না বেঁধে আরো এগিয়ে চলতে হবে… শুভেচ্ছা রইলো
এক অমোঘ সত্যকে প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে| ভালো লাগল|