লেখক : পার্থ সরকার
জন্মদিনে সোজা যাওয়া
জন্মদিনেই বাঁক
জন্মদিনেই ভ্রূণের কাছে
মানুষ পুড়ে খাক
উথলে ওঠা তেতো মরা
আগুন্তুকের মিথ
যাওয়ার বেলায় মিলিয়ে যায়
ফিরে আসার ভিত
‘সাধু, সাধু’ হাততালি দেয়
মুণ্ডকাটা মায়া
মেঘলা দিনে জলে ভাসে
প্রাচীন রোদের ছায়া
মাংসকুচির পাথরজলে
একলা বসবাস
বসবাসে লুকিয়ে থাকে
দীর্ঘ বনবাস ।
লেখক পরিচিতি : পার্থ সরকার
মানুষের কুৎসিত আচরণ অসহায় মানুষের প্রতি আর প্রকৃতির প্রতি লেখককে ক্ষিপ্ত করে । তাতেই জন্ম নেয় তার কবিতা ।

