অখণ্ড গোলাকার লকআপ

লেখক : পার্থ সরকার

বরং একটা কথা দেওয়াই যাক
নিতে হবে কিন্তু

ব্যাপক নিস্তব্ধতা
গোলাকার কোলাহলের ভিতর
এক মরশুমি আহাম্মক
ব্যাপক চতুরতা

পায়ে পায়ে
চলে যায় কথা
রহস্য
নমস্য নিমতিতা

তবু, কথা দিলাম
এপ্রান্তের সব হলাহল আমার
তোমার নয়

কথা দিলাম
নিতে হবে কিন্তু ।


লেখক পরিচিতি : পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লেখেন মূলত তার সেজদা স্বর্গীয় শঙ্কর সরকারের প্রশ্রয়ে । পরবর্তী সময়ে তার বন্ধুরা তাকে প্রেরণা যোগায় । সামাজিক বৈষম্য ও প্রকৃতির ওপর মানুষের উৎপাত তাকে ক্ষিপ্ত করে । মূলত এই বিষয়ে তার ভাবনা ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন