পারদ

লেখক : প্রভঞ্জন ঘোষ

নীচে থাকাই ভালো
অগরুচন্দনে
সুগন্ধিত হয় মঠ;
গাছপালাগুলো সুসজ্জিত
সুসজ্জিত হয় গতিপথ!
নীচে থাকলে-
হাতের রেখা স্পষ্ট হয়
বৃহস্পতি হয় উজ্জ্বল
শনির অংশ সুশৃঙ্খল!                            
সৌধের শীর্ষদেশ
স্বর্ণাভ হয়,
সিংহাবৃত অশোকস্তম্ভ!
নীচস্থ হলে-
মৌমাছির গুঞ্জন শ্রুত হয়
ওম্ মন্ত্রের গমক,
অক্ষয় জাদুদন্ড
লব্ধ হয় শৌর্য সম্পদ!
সংসার ভাঙচুর ক’রে
সকলেই উর্দ্ধ রাখি
অথচ, দৈনিক দেহস্থ পারদ!

লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন