লেখক : রুবাই শুভজিৎ ঘোষ
পতনের দিন এগিয়ে আসছে।
আমরা কয়েকটা লাশ ঘুরে বেড়াচ্ছি।
নোংরা গন্ধ সারা গায়ে।
এখনও সময় আছে বন্ধু!
উঠে দাঁড়াও নিজের পায়ে।
গলা ফাটিয়ে চেঁচাও
ঈশ্বরমুক্ত এক সমাজের জন্য…
ঈশ্বর স্বর্গেই সুন্দর, মানুষ পৃথিবীতে।
লেখক পরিচিতি : রুবাই শুভজিৎ ঘোষ
লেখকের জন্ম পশ্চিমবাংলায়। পেশায় একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় লেখক এবং পরিচালক। বাঙালির জনপ্রিয় ওয়েবসাইট সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। কবিতা থেকে শুরু করে গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতে ভালবাসেন। লিটিল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। স্রোত থেকে প্রকাশিত তাঁর কবিতার সংকলন দৃষ্টি এবং বালিঘড়ি। এছাড়া তথ্যচিত্র, শর্ট ফিল্ম বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও পরিচালনা করেন। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ভ্রমণ তাঁর অন্যতম শখ। অন্যান্য শখের মধ্যে রয়েছে স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা।
ভালো লাগলো। শুভ কামনা…