ফিরে এসো

লেখক: দীপক মুখোপাধ্যায়

আসবে না অনুমিতা
বলে গেছে তোমার সঙ্গে আড়ি
ছিলো কিছু ভুল কথকতা
অনেক মিথ্যে প্রতিশ্রুতি
আসো ফিরে যদি
দেবো তোমায় পুরো পর্বত আর বনভূমি
আর কি চাও? দূকূল ছাপানো নদী
পথের ধারে একটা বাগান বাড়ি।


লেখকের কথা: দীপক মুখোপাধ্যায়
দীপক মুখোপাধ্যায় দীর্ঘ দিন থেকে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত আছেন। কৃশানু, দিগন্ত, দিগন্ত রেখা, আঁখি পট, প্রয়াস, দৃষ্টি, সঞ্চয়নী, গাণ্ডিব, নবার্ক, সপ্তাণ্ব্য়ী, বর্ণদূত, ভাষাপথ, অক্ষর সংলাপ এবং লোকায়ত সহ বিভিন্ন পত্র পত্রিকায় শ্রী মুখোপাধ্যায়ের লেখা প্রকাশিত হয়েছে । সম্প্রতি কানাডার টরেণ্টো থেকে প্রকাশিত ‘আলোক রেখা’ পত্রিকায় তাঁর কবিতা ভূয়সী প্রশংসা লাভ করেছে । শ্রী মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন । তাঁর একটি কাব্য গ্রন্থ নীল খাম প্রকাশ হয়েছে। বর্তমানে পেশা লেখালিখি এবং সমাজ সেবা।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন