লেখক : প্রভঞ্জন ঘোষ
যার ধনে ধনী-
হাতে হীরে দেখাই
পাতে দেখাই কাবাব,কস্তুরী
মাঠে তুলি সাধের মিনার,
শক্তির বাহাদুরিবলে
ঊর্ধ্বে অস্ত্র উৎক্ষেপণ করি, –
সে আজ উপেক্ষিত,কুপিত
ওজোনের স্তর ফুটো ক’রে
সে সূর্যালোককে করি নিয়ত উদ্ভ্রান্ত!
যার গর্বে গর্বী
অঙ্গের অলঙ্কার দোলাই
বস্ত্রের দেখাই বাহারি,
বাহনে চড়ি – শূণ্যে, সমতলে
ডিগবাজি খাই লাফাই,নাচি-
সে আজ কলঙ্কিত, কম্পিত
দিগ্বিদিক কালিমা ছড়িয়ে
সে হাওয়াকে করি নিরন্তর দূষিত!
যার দানে দম্ভী
শরীর করি সুলোলিত
বাক্যের ঝড় ওড়াই
প্রাণের দেখাই প্রবল প্রতাপ
সিংহবৎ স্কন্ধ, গরিলাবৎ-বাহু দেখাই-
সে আজ কর্দমাক্ত-মথিত
সাগরে ভূ-তলে জঞ্জাল ছড়িয়ে
জলকে করি যত্রতত্র কলুষিত।
রোদ হাওয়া আর জলের
ভ্রুকুটির ছোবলে
মহামারি-লু-প্লাবনের
হঠাৎই আঁচ মেলে।
লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
-সাহিত্য অনুরাগী।