দুটি কবিতা

লেখক : প্রভঞ্জন ঘোষ

দেখতে ভালো

আপন মনে যাচ্ছে সুহৃদ
সেই দৃশ্য দেখতে ভালো
মাছ কিনছে খুশির প্রাণে
সেই দৃশ্য দেখতে ভালো
খেলছে প্রিয়, ক্রিকেট খেলা
সেই দৃশ্য চমৎকারা
হাঁটছে দীঘায় ভ্রমন-হাঁটা
সেই দৃশ্য মনোহরা –

আদুল গায়ে দিচ্ছে লাঙ্গল
সেই দৃশ্য দেখতে ভালো
রঙ্গীন ফিতেয় যাচ্ছে মানি
সেই দৃশ্য দেখতে ভালো
করছে বাবু গল্প হাসি
সেই দৃশ্য দর্শনীয়
অফিস পাড়ায় খাচ্ছে মুড়ি
সেই দৃশ্য দারুন প্রিয়…

হায় ভালো নয় কলহ-কোঁদল
সে আলেখ্য বড়ই ব্যাথা
হায় ভালো নয় ঝগড়াঝাটি
সে আলেখ্য বড়ই যা-তা
হায় ভালো নয় কূটকচালি
সেই দৃশ্য হৃদয় দহন
হায় ভালো নয় শোণিত দেহ
সেই দৃশ্যে রক্তক্ষরণ!-

হায় ভালো নয় লোলুপ উঁকি
লোলুপ চক্ষু উপড়ে ফেল
হায় ভালো নয় আর বাহুবল
কদর্য হাত গুঁড়িয়ে ফেল,
আসুন সবাই কাঁধ মিলিয়ে
কদর্যতার ইতি টানি
যাহাই সরল, নয়নশোভন
ঈশ্বর-গড্-আল্লা মানি।


সংযোজন

কোনো ভাবে মিলাতে পারছি না
যতবার মেলাতে যাই
জল আর তেল বিচ্ছিন্ন হয়ে
ভাগাভাগি!
একসাথে পাকিয়ে ফেলবো ভাবছি
একযোগে চাল ডাল মিশিয়ে
আগুনে চাপাই-
কোনো ভাবে মেলাতে পারছি না,
যতবার মেলাতে যাই
বজ্র আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে
শব্দ এবং ঝলকানি!
আহম্মুক বসে থাকি,
মহাকাশীয় নক্ষত্রের ন্যায়
চিন্তারা আসে,
আনুষঙ্গিক ব্ল্যাকহোলগুলি
সৃষ্টি করে এক দুর্বোধ্য জ্যামিতি।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্য অনুরাগী

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন