প্রেম ভালোবাসা

লেখক : আত্রেয়ী সরকার

প্রেমের অর্থ ভালোবাসা
প্রথম আমি পেলাম সেটা মায়ের কাছ থেকে
তখন আমি জানতে পারলাম ভালোবাসা কাকে বলে
মা ই তাই আমার প্রথম ও আজীবনের ভালোবাসা

প্রেম কখনও আসেনা রূপের মাধ্যমে
প্রেম জেগে ওঠে হৃদয়ের মাঝে

প্রেম বলি কি ভালোবাসা
সে কখনো যায় না মন থেকে মোছা
তাও যদি পারো মুছতে তুমি সেটা
যেনে রেখ তুমি হয়ে যাবে একলা

তুমি যদি কোন কিছু ছোড়ো জোরে
তুমি দেখবে সেটা ফিরে আসছে তোমারই তরে

তুমি যদি দাও কখনও কারোর হৃদয়ে আঘাত
তুমিও পাবে একদিন সেই একই আঘাত

ভালোবাসা নয় কোন খেলা
ভালোবাসা কথার মাধ্যমেই আছে আশা
কারোর আশাকে যদি ফেলে দাও নিরাশায়
যেনে রেখ তোমারও থাকবে না কোন আশা।


লেখক পরিচিতি : আত্রেয়ী সরকার
আমি গায়িকা এবং লেখিকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum