রক্তনির্ঝর

লেখক : প্রভঞ্জন ঘোষ

রক্তধারা বয়ে যায়
অশেষ রক্তবীজ
নিক্কন্ ধ্বনি গুঞ্জায়,
স্বর্গীয় সুরতান।

সম্পূর্ণ দু’খানা হাত
হাতকে বয়ে নিয়ে স্কন্ধ
স্কন্ধকে বয়ে নিয়ে বক্ষ
বক্ষকে উদর
উদরকে কোমর
কোমরকে চরণ
আদ্যপান্ত একটি শরীর
শরীরে চর্মের সম্ভার,
চর্মাচর্মবৃত জনৈক মানব
মানবী, মানবাকীর্ণ
জনৈক দেবী, দেবতা, দেবতাকীর্ণ—–

শিরাকে কেন্দ্র করে রক্ত
শিরা-রক্তয় সান্দ্রিত হয়ে
রক্তরেখা ছুটে যায়-
নিক্কন্ ধ্বনি গুঞ্জায়
স্বর্গীয় একতান!
অগনন মানব তাকেই বয়ে নিয়ে যায়
গন্তব্য জংশনে
মানবী-দেবী-দেবতা।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
-কবিতা, ছড়া...লেখার চেষ্টা করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum