লেখক : জয়শ্রী দাস
কোনো কোনো মানুষ এক একটা ব্রীজ
একই সঙ্গে ক্ষয়শীল ও সহনশীল
বিষাদময় অথচ কর্তব্যপরায়ণ
নানা সম্পর্কের বজ্রাঘাত সহ্য করেও তারা দেয় নীলাঞ্জনছায়া
বৈধ অবৈধ সম্পর্কের সংগ্রাম চেতনায় ভস্মমেঘ সরিয়ে
শতাব্দীব্যাপী ডানা মেলে তারা দাঁড়িয়ে
তারা তোমার আমার বাবা বা স্বামী নামে পরিচিত
তাদেরকে কুর্নিশ।
লেখক পরিচিতি : জয়শ্রী দাস
জয়শ্রী দাসের জন্ম ১৯৯২সালে কলকাতার সিমলা অঞ্চলে। পেশায় অধ্যাপিকা। ছোট থেকেই সাহিত্য অনুরাগী। সবচেয়ে প্রিয় কবিতার জগৎ। স্বপ্ন, ভালোবাসার পৃথিবী।এছাড়াও ভালোবাসেন ছবি আঁকতে, গান-বাজনা করতে ও বেড়াতে।
ভালো লেগেছে কবিতাটি ।