শারদ

লেখক : প্রভঞ্জন ঘোষ

নীল আকাশের পর্দাতে
সাদা মেঘের চাঙড়গুলো
চপল খেলায় ওই মাতে।

নীল সায়রের ক্যানভাসে
শাপলা-শালুক-পদ্ম-
পাঁপড়ি-ওষ্ঠ মেলে ওই হাসে।

সুবাস-আতর-সুগন্ধী
কে ছড়ালো শিউলি বনে
আকাশ থেকে ভু অব্দি?

ধানের মাঠে উপচে ওঠে
সবুজ রঙের ফাগুয়া,
পান্না-সবুজ চাঁদোয়া!

মাঠের পারে বাঁধের ধারে
বরফ-সাদা সম্ভারে
কাশের গুচ্ছ ভিড় করে।

রাতের বেলা তারার মেলা
শরৎ-শশী একটানা-
ছড়ায় মধুর জ্যোৎস্না।

উদাস সুরের আগমনি
বুকের আড়াল সর্বদাই,
যারপরনাই শুনতে পাই।


লেখক পরিচিতি : প্রভঞ্জন ঘোষ
সাহিত্যানুরাগী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum