লেখক : মনোজ পাত্র
আমার প্রেমের তুলি দিয়ে,
তোমার মন আঁকবো আমি,
আমার হৃদয় রঙে, তাই
আমি শিল্পী হতে চাই।
আমার সব মনোযোগ একত্রিত করে।
আমার রঙে তোমার, মনটা দেবো ভরে।
যেন আমার মনের পাতার উপর,
তোমার মনের ছবি পাই।
আমি শিল্পী হতে চাই।
তোমার আসল ছবির নকল,
তৈরি হবে আমার উজাড় করে সকল।
এমন তোমার অভিরূপা,
যেন আর কোথাও নাই।
তেমন, আমি শিল্পী হতে চাই।
লেখক পরিচিতি : মনোজ পাত্র
মনোজ পাত্র থাকেন কোলাঘাটের গোপালপুরে। সাহিত্যচর্চা তাঁর শখ।
পাঠ সংখ্যাঃ 821