শিল্পী

লেখক : মনোজ পাত্র

আমি শিল্পী হতে চাই।
            আমার প্রেমের তুলি দিয়ে,
তোমার মন আঁকবো আমি,
            আমার হৃদয় রঙে, তাই
আমি শিল্পী হতে চাই।
আমার সব মনোযোগ একত্রিত করে।
আমার রঙে তোমার, মনটা দেবো ভরে।
যেন আমার মনের পাতার উপর,
            তোমার মনের ছবি পাই।
আমি শিল্পী হতে চাই।
তোমার আসল ছবির নকল,
তৈরি হবে আমার উজাড় করে সকল।
এমন তোমার অভিরূপা,
            যেন আর কোথাও নাই।
তেমন, আমি শিল্পী হতে চাই।

লেখক পরিচিতি : মনোজ পাত্র
মনোজ পাত্র থাকেন কোলাঘাটের গোপালপুরে। সাহিত্যচর্চা তাঁর শখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন