স্মৃতির খাতা

লেখক : ইউসুফ জামিল

পড়ে নিও লেখা গুলো মোর
যখন যাবো চলে দূর বহুদূর
যেও না তখনও আমায় ভুলে,
খাতাটি রেখো না শুধু ফেলে।

সকালে কিংবা সাঁঝে
সবুজ পাতার ভাঁজে,
জমানো মমতাগুলো নিও তুলে,
সবুজে ভালবাসা দিয়েছি ঢেলে।

দেখবে যখনই নীল আকাশ
তোমায় সে করবে প্রকাশ,
কিছু অনুভূতি রেখেছি মেখে,
কেঁদো না কখনো আকাশ দেখে!

আষাঢ় গগনে ঘনিয়ে মেঘ
নামে যদি বৃষ্টি অনেক।
থেকো না চেয়ে কদম ফুলে,
কে দেবে সে ফুলটি তুলে!

বইবে যখন মৃদু বাতাস
পাও যদি কামিনীর সুবাস,
তুলে নিও ফুল আপন নিরিখে
স্মৃতি গুলো যাব শুধু রেখে।

কখনও করুণ সুরে ভায়োলিন
যদি মুখটি তোমার করে মলিন,
যেও না তখনও আমায় ভুলে
খাতাটি রেখো না শুধু ফেলে।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
ইউসুফ জামিল (English: Yousof Jamil) একজন বাংলাদেশি লেখক ও কবি। তিনি ১৯৯৭ খ্রিস্টাব্দের ৩০ ডিসেম্বর বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি সাধারণত কবিতা ও ছড়া রচনা করেন।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।