পার্থ সরকারের দুটি কবিতা

কবি: পার্থ সরকার    

বাতিপথে নেই কোলাজ

মরণের পথে শোভাযাত্রা
মাতোয়ারা খুলিকাঠি
শান্ত রচনায় প্রবাদপ্রবচনে হালখাতা
হলঘরে মাটি কাটে শীতলপাটি

ঘুমিয়ে আছে হলধর
সেচের প্রগতি প্রথাগত
জানলা দিয়ে উঁকি মারে
এক পাপ, পাপক্ষয় দিনগত

সকাতর রক্ত পথ
দরজা শেষ
লাল কুঠুরির দেশে

কোলাজ নেই বাতিপথে
হে ভগবান ! ঈশ্বরত্ব দাও
চুষিকাঠির হাতে ।


যেতে যেতে পতঙ্গের রং

যেতে যেতে
বদলে দেওয়া যেতে পারে
পতঙ্গের রং

অদূর ভবিষ্যতে
সংরক্ষিত প্রমাণ
অপ্রমাণ নকল ডাঙা
নির্জীব সমস্ত হার

একলা কুটীর
পাথরকুচির হাত ধরে
হবিষ্যান্ন
রাত নামলে
নির্জন রণক্ষেত্র
চৌকাঠের ওপারে
দিনের সুক্ষ বিচার
টানাপড়েনে ক্লান্ত
যুক্তি, তর্ক, বিজ্ঞান
তবু, ঘুঁটি সাজিয়েছে মঞ্চ ?

তাকে বলো
কোন যুদ্ধেই
আমার আর কোন ছায়া নেই ।

লেখকের কথা: পার্থ সরকার
পার্থ সরকার কবিতা লিখতে ভালবাসেন। সময় পেলেই লেখালিখি করেন।

 

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।