ভালোবাসার অনুভবে

লেখক : রামকৃষ্ণ জানা

ভালোবাসা একটা অনুভুতি যেটা কখনো ই প্রকাশ করে অন্তত সম্পুর্ন বোঝানো যায়না,
ভালোবাসা এমন একটা জিনিস যেটা যে কোন কিছুর প্রতি ই আসতে পারে
ভালোবাসা এমন একটা আবেগ যেটা হৃদয়ের মাঝেই বাসা বাঁধে,
ভালোবাসা এমন একটা তরঙ্গ যেটা থাকলে আলোর মতো লাগে আবার না থাকলে অন্ধকার লাগে,
ভালোবাসা সমুদ্রের মতো যা ঢেউ এর পর ঢেউ হয়ে আছড়ে পড়ে নীরবে,
ভালোবাসা এমন একটা সূর্য যার আলো তে সব অমাবস্যাই কেটে যায়,
ভালোবাসা এমন একটা সুখ, যা কোন দিন বন্দি করে রাখা যায় না,
ভালোবাসা এমন একটা আবেগ যা নিজের অজান্তে ই নিজের সমস্ত টুকুই ভরিয়ে তোলে,
ভালোবাসা এমন একটি খুশি যা অকাতরে ই বিলিয়ে যায় নিজের থেকে,
ভালোবাসা শব্দ টার মাঝে এমন একটা অনুভুতি আছে যা প্রেমের ঝর্ণা বইয়ে দেয়,
ভালোবাসা শুধু স্বার্থহীন হয়েই নিজেকে উজাড় করে চলে অনন্ত অসীম হয়ে,
ভালোবাসা যতই বিলিয়ে দেওয়া যায় ততই বাড়তে থাকে।


লেখক পরিচিতি : রামকৃষ্ণ জানা
বাংলা ভালো লাগে আর জীবন জুড়ে জীবনানন্দ প্রেম বাস্তবতার উপকাহিনী রঙিন ধূসর জীবন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন