ব্রেকাপলিপি

লেখক : দালান জাহান

যদি কখনও মনে পড়ে
তোমার নাকের উপর লম্বা চুল
তুমি চুল গোছাতে গোছাতে বাড়ি নিও
আমার শাহাদাত হাসি।

যদি কখনও মনে পড়ে
কোন এক কালোসন্ধ্যা ব্রেকাপলিপি
বিচ্ছেদের চেয়ে উঁচু বাবরিওয়ালা
লাল ঠোঁটের আপেল আগুনে
কবর দিও। কবর দিও।

যদি কখনও মনে পড়ে
তোমার চুমোর চেয়ে লাল
আমার চোখের কাজল হাসি
জন্মদাগে বেড়ে ওঠা শৈশবস্তনে
আমার হয়ে চুমো দিও। চুমো দিও।

লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন