আনন্দধাম

লেখক : প্রভঞ্জন ঘোষ

মাটির বুকে রচে ছিল
তৃণের নক্সা দিয়ে
তার উপরে গাছ দাঁড়ালো
গাছের উপর ফুল
ফুলগুলি সব পড়ল খ’সে
তৃণের উপর,
হাওয়ায়-হাওয়ায় বিছিয়ে গেল
সকল রেণু দিকে-দিকে-
বিশ্বভুবন সুবাসিত কোণায়-কোণায়
মধ্যিখানে বাস আমাদের আনন্দময়।


লেখক পরিচিতি :

ভেবে দেখ

লেখক : প্রভঞ্জন ঘোষ

টুনটুনি,ল্যাজঝোলা
যারা দ্যাখে তারাই দ্যাখে
নিমাই-রতন-ভোলা

কাজের ফাঁকে,পড়ার ফাঁকে
নিয়ে ধুলো-বালি
যারা খেলে তারাই খেলে
খোকন-তপন-তুলি

বঁড়শি নিয়ে,ঘুনি
যারা ধরে তারাই ধরে
মৌরলা,দারকিনি।

যারা শোনে তারাই শোনে
ভ্রমর,ঝিঁঝির রব;
তোমরা যারা নিছক ভাবো
নগন্য এসব-
অনাবিলের …

ফুলকপি

লেখক : প্রভঞ্জন ঘোষ

দুধসাদা নির্মল
স্বাদে ভরপুর
ধোঁয়াওঠা ঝালে-ঝোলে
আহা কি মধুর!
কুয়াশা জড়ানো ভোর
সকালের হাটে
হিমের পরশ মাখা
ফুলকপি ওঠে।
বাড়ির গৃহিনী পেয়ে
ভরে করপুট
সমাদরে হেঁশেলের
পানে দেয় ছুট।
লাল নীল পিঙ্গল
ব্রকলির মেলা
সাথে সাথে …

শারদ

লেখক : প্রভঞ্জন ঘোষ

নীল আকাশের পর্দাতে
সাদা মেঘের চাঙড়গুলো
চপল খেলায় ওই মাতে।

নীল সায়রের ক্যানভাসে
শাপলা-শালুক-পদ্ম-
পাঁপড়ি-ওষ্ঠ মেলে ওই হাসে।

সুবাস-আতর-সুগন্ধী
কে ছড়ালো শিউলি বনে
আকাশ থেকে ভু অব্দি?

ধানের মাঠে উপচে ওঠে
সবুজ রঙের ফাগুয়া,
পান্না-সবুজ চাঁদোয়া!…

তোমার কাছে কি?

লেখক : প্রভঞ্জন ঘোষ

আলো ছড়িয়ে আছে
পাশাপাশি রং
পরস্পর মিশ্রিত হয়ে
কোথাও পান্না, কোথাও পোখরাজ
প্রবাল-নীলা-চুনি
তোমার কাছে কি?
রং ছড়িয়ে আছে
পাশাপাশি ঢ্যালা
পরস্পর মিশ্রিত হয়ে
সোনা-রুপো-লোহা
কোথাও টিন, কোথাও সীসে
নিকেল-তামা-প্লাটিনাম
তোমার কাছে কি?
জল

কনসার্ট

লেখক : প্রভঞ্জন ঘোষ

ব্যাঙেদের ব্যান্ড আর
কোকিলের কনসার্ট
ঝিঁঝিঁদের ঝুমঝুমি
কুক্কুটের কর্ণাট।
মক্ষির মন্দিরা
শেয়ালের সাইরেন
হাম্বার হাম্বীর
বেড়ালের বিটোফেন।
সী-গালের সিম্ফনী
কাগেদের কেত্তন,
ভ্রমরার ভেঁপু শুনে
মন ভারি চনমন্!
মহিষের মৃদঙ্গ
তোতাদের তরজা
দোয়েলের দিলরুবা- – –
শুনে-শুনে …

প্রতিক্রিয়া

লেখক : প্রভঞ্জন ঘোষ

যার ধনে ধনী-
হাতে হীরে দেখাই
পাতে দেখাই কাবাব,কস্তুরী
মাঠে তুলি সাধের মিনার,
শক্তির বাহাদুরিবলে
ঊর্ধ্বে অস্ত্র উৎক্ষেপণ করি, –
সে আজ উপেক্ষিত,কুপিত
ওজোনের স্তর ফুটো ক’রে
সে সূর্যালোককে করি নিয়ত উদ্ভ্রান্ত!

যার গর্বে গর্বী
অঙ্গের …

অকপটে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সোজাকথা সোজাভাবে বলি
ব্যাঁকা যত বেঁকিয়ে-বেঁকিয়ে বলা
ভেদ্য সবই সিধে-তলোয়ারে,
শ্বেত-শ্যাঁকালু নিয়ে পথ চলা।

ঠ্যাঁট-ভণিতা-আদিখ্যেতায় এসে
ঘুলোই না শির ঘোলাট ধূলিঝড়ে
ঘূর্ণিজলের বৃত্তে নিত্য নয়,
ঝর্ণাধারায় শরীরখানি জোড়ে।

আজ পোলাও,কালকে বিরিয়ানি
কাঁচকদলীর পত্রে মজে না,
সাদা …

সম্বিৎ ফিরে পেয়ে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সম্বিৎ ফিরে পেয়ে
সে দেখে পেছনে মুড়ি
ফুঁ দিলে একযোজন
নেচে গেয়ে করে ওড়াউড়ি,
কাঁটাচামচ আর পিঠে
বৈঠকের আলোকিত টেবিল জুড়ি’।
যা দেখে-
তার পেছনে ঝালর
রঙের ঝিলিক নিয়ে
দোলে তরতর।
সম্মুখে সূচীমুখ যেন ব্রহ্মোস
দীপালির …

দাতা

লেখক : প্রভঞ্জন ঘোষ

জ্ঞানদাতা জ্ঞান দেন
ধনদাতা দিয়ে যান ধন
একজনে ভ্যাজ-ভ্যাজ
আরজন নিশ্চুপ র”ন।
জ্ঞানদাতা নেন শুধু
নিশ্চুপ ছুপ সুখটান
ধনদাতা ঝনঝন ঝংকারে
বিলিয়ে বেড়ান।
জ্ঞানদাতা টান দেন
কার্নিশ জাঁকিয়ে সাজান
ধনদাতা রাত দিন সবকিছু
দান করে যান।

কলকাকলি

লেখক : প্রভঞ্জন ঘোষ

পাখিদের সুরলহরে
না হয় চড়াই হয়ে
কিচমিচ্ তাল ঠুকে যাই
ব্যাঞ্জ বাজিয়ে,
না হয় বাবুই হয়ে
ঘ্যাঁস-ঘ্যাঁস সুর দিয়ে যাই
ঠোঁটের চালনায়ে,
ঠকাঠক কাঠ ঠুকে যাই
কাঠঠোকরা হয়ে।
 
পাখিদের ওই আসরে
কোকিল,পাপিয়া
ময়না সেতার বাজায়
শ্বেত

হাবিজাবি

লেখক : প্রভঞ্জন ঘোষ

হিজিবিজি-হরফজোড়া-পিপিলিকা
পিলপিলিয়ে ছোটে
লোমগুলোকে খাড়া করে, লাগিয়ে হাজার
সুড়সুড়ি, আঁক কেটে;
লঝ্ঝড়ে সব পোকামাকড়, কীটপতঙ্গ 
চিড়বিড়িয়ে ওঠে!
 
সামনে টিলা, মাটির ঢ্যালা, পেছনটি জঙ্গুলে
পার্শ্বে শীর্ণ নদী,
ল্যাটপ্যাটে সর, পঙ্করাশি, জলনিকাশি
দৃশ্য নিরবধি-
চিত্তে কি তাই,গান আসে
Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন