তোমার কাছে কি?

লেখক : প্রভঞ্জন ঘোষ

আলো ছড়িয়ে আছে
পাশাপাশি রং
পরস্পর মিশ্রিত হয়ে
কোথাও পান্না, কোথাও পোখরাজ
প্রবাল-নীলা-চুনি
তোমার কাছে কি?
রং ছড়িয়ে আছে
পাশাপাশি ঢ্যালা
পরস্পর মিশ্রিত হয়ে
সোনা-রুপো-লোহা
কোথাও টিন, কোথাও সীসে
নিকেল-তামা-প্লাটিনাম
তোমার কাছে কি?
জল

কনসার্ট

লেখক : প্রভঞ্জন ঘোষ

ব্যাঙেদের ব্যান্ড আর
কোকিলের কনসার্ট
ঝিঁঝিঁদের ঝুমঝুমি
কুক্কুটের কর্ণাট।
মক্ষির মন্দিরা
শেয়ালের সাইরেন
হাম্বার হাম্বীর
বেড়ালের বিটোফেন।
সী-গালের সিম্ফনী
কাগেদের কেত্তন,
ভ্রমরার ভেঁপু শুনে
মন ভারি চনমন্!
মহিষের মৃদঙ্গ
তোতাদের তরজা
দোয়েলের দিলরুবা- – –
শুনে-শুনে …

প্রতিক্রিয়া

লেখক : প্রভঞ্জন ঘোষ

যার ধনে ধনী-
হাতে হীরে দেখাই
পাতে দেখাই কাবাব,কস্তুরী
মাঠে তুলি সাধের মিনার,
শক্তির বাহাদুরিবলে
ঊর্ধ্বে অস্ত্র উৎক্ষেপণ করি, –
সে আজ উপেক্ষিত,কুপিত
ওজোনের স্তর ফুটো ক’রে
সে সূর্যালোককে করি নিয়ত উদ্ভ্রান্ত!

যার গর্বে গর্বী
অঙ্গের …

অকপটে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সোজাকথা সোজাভাবে বলি
ব্যাঁকা যত বেঁকিয়ে-বেঁকিয়ে বলা
ভেদ্য সবই সিধে-তলোয়ারে,
শ্বেত-শ্যাঁকালু নিয়ে পথ চলা।

ঠ্যাঁট-ভণিতা-আদিখ্যেতায় এসে
ঘুলোই না শির ঘোলাট ধূলিঝড়ে
ঘূর্ণিজলের বৃত্তে নিত্য নয়,
ঝর্ণাধারায় শরীরখানি জোড়ে।

আজ পোলাও,কালকে বিরিয়ানি
কাঁচকদলীর পত্রে মজে না,
সাদা …

সম্বিৎ ফিরে পেয়ে

লেখক : প্রভঞ্জন ঘোষ

সম্বিৎ ফিরে পেয়ে
সে দেখে পেছনে মুড়ি
ফুঁ দিলে একযোজন
নেচে গেয়ে করে ওড়াউড়ি,
কাঁটাচামচ আর পিঠে
বৈঠকের আলোকিত টেবিল জুড়ি’।
যা দেখে-
তার পেছনে ঝালর
রঙের ঝিলিক নিয়ে
দোলে তরতর।
সম্মুখে সূচীমুখ যেন ব্রহ্মোস
দীপালির …

দাতা

লেখক : প্রভঞ্জন ঘোষ

জ্ঞানদাতা জ্ঞান দেন
ধনদাতা দিয়ে যান ধন
একজনে ভ্যাজ-ভ্যাজ
আরজন নিশ্চুপ র”ন।
জ্ঞানদাতা নেন শুধু
নিশ্চুপ ছুপ সুখটান
ধনদাতা ঝনঝন ঝংকারে
বিলিয়ে বেড়ান।
জ্ঞানদাতা টান দেন
কার্নিশ জাঁকিয়ে সাজান
ধনদাতা রাত দিন সবকিছু
দান করে যান।

কলকাকলি

লেখক : প্রভঞ্জন ঘোষ

পাখিদের সুরলহরে
না হয় চড়াই হয়ে
কিচমিচ্ তাল ঠুকে যাই
ব্যাঞ্জ বাজিয়ে,
না হয় বাবুই হয়ে
ঘ্যাঁস-ঘ্যাঁস সুর দিয়ে যাই
ঠোঁটের চালনায়ে,
ঠকাঠক কাঠ ঠুকে যাই
কাঠঠোকরা হয়ে।
 
পাখিদের ওই আসরে
কোকিল,পাপিয়া
ময়না সেতার বাজায়
শ্বেত

হাবিজাবি

লেখক : প্রভঞ্জন ঘোষ

হিজিবিজি-হরফজোড়া-পিপিলিকা
পিলপিলিয়ে ছোটে
লোমগুলোকে খাড়া করে, লাগিয়ে হাজার
সুড়সুড়ি, আঁক কেটে;
লঝ্ঝড়ে সব পোকামাকড়, কীটপতঙ্গ 
চিড়বিড়িয়ে ওঠে!
 
সামনে টিলা, মাটির ঢ্যালা, পেছনটি জঙ্গুলে
পার্শ্বে শীর্ণ নদী,
ল্যাটপ্যাটে সর, পঙ্করাশি, জলনিকাশি
দৃশ্য নিরবধি-
চিত্তে কি তাই,গান আসে

আয়ত্তের বাইরে যা গেছে

লেখক : প্রভঞ্জন ঘোষ

আয়ত্তের বাইরে যা যা গেছে
তার একটি-  বিনোদন,
গানের উৎপাতে কান হয়েছে ঝালাপালা
তার পরিবর্তে, হাওয়ার সুর অনেক শ্রেয়
ঝিঁঝিঁর সুর, পাখির সুর, সমুদ্রের সুর
শ্রবণকে করে নমনীয়,
তেমনি গেছে ছায়াছবি, নৃত্য, নাটক যাত্রাপালা,
কুস্তি-কার্টুন-খেলাধূলা- –

পারদ

লেখক : প্রভঞ্জন ঘোষ

নীচে থাকাই ভালো
অগরুচন্দনে
সুগন্ধিত হয় মঠ;
গাছপালাগুলো সুসজ্জিত
সুসজ্জিত হয় গতিপথ!
নীচে থাকলে-
হাতের রেখা স্পষ্ট হয়
বৃহস্পতি হয় উজ্জ্বল
শনির অংশ সুশৃঙ্খল!                        

ছেলেটি

লেখক : প্রভঞ্জন ঘোষ

ফুচকার দিকে না ঝুঁকে
ঘটিগরম আর চুরমুরের দিকে
বেশি ঝুঁকতো ছেলেটি,
ব্যাটবলের দিকে না ঝুঁকে
ক্যারাম্ আর কাটাকুটির দিকে
ঝুঁকতো বেশি,
লাটাই ধ’রে সারাদিন
ঘুড়ি ওড়াতো, আর
লাকির ল্যাজ মুঠিয়ে
ঘুরপাক খেলতো, অরণি।
টি ভি-র পর্দায় …

কেত্তন

লেখক : প্রভঞ্জন ঘোষ

যে যেভাবে পারছে
সাবড়ে দিচ্ছে
ব্যাঘ্রের গলায় মালা পরাতে গিয়ে
কেউবা হ’চ্ছে শহিদ!
গাড়ির টেঙ্কি ফুটিয়ে
ডিজেল বের ক’রে নিচ্ছে,
দপ্তরের নথি ঘুলিয়ে
হড়কে নিচ্ছে টু-পাইস্।
এত যে সব্জির বাহার দেখছো
সবই ফর্মালিনের সুকৃতি।
যে যেভাবে …

ল্যাংটোবাজি

লেখক : প্রভঞ্জন ঘোষ

চারদিকে ল্যাংটোবাজি খেলা চলছে
এ বলে আমায় দ্যাখ্
ও বলে আমায়।
ল্যাংটো-ল্যাংটো কথায় এখন
ঝ্যাকাস্ চিঁড়ে ভেজে,
ল্যাংটো শালিস্-সভায় চোরা
পাতলিগলি খোঁজে।
ল্যাংটো কাজের চলছে এখন
আফিস ও কোম্পানি
আজকে ফুলেফেঁপে ওঠা
কালকে অধোগামী!
ল্যাংটো অঙ্গ-ওষ্ঠ …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন