গুচ্ছকবিতা: নত কথামালা

কবি: রাজীব চক্রবর্ত্তী

(১)

যুদ্ধ বিরামেও অবশিষ্ট থেকে যায়
নিষ্পত্তির আড়ালে জয়-পরাজয়,
পরাজিত সৈনিক অস্ত্র ভারে নত
আজীবন বয়ে চলে যুদ্ধের ক্ষত।

(২)

কখনও একলা মানুষ অনেক ভারে হয় নত
বেঁচে থাকার দায়টা যে চিরদিনই ব্যক্তিগত।

(৩)

কথার পিঠে কথা …

পাগলটা হাসছে

কবি: রাজীব চক্রবর্ত্তী

রাজার অসুখের সেই পাগলটাকে মনে আছে?
সেই পাগলটা! যার কাছে খাওয়াটা ছিল একটা ঝঞ্ঝাটের ব্যাপার।
 খাওয়া নিয়ে তার কোনও মাথা ব্যাথা ছিল না। খাবার পেলে খেত না পেলে নয়।
 
খাবার পাওয়া গেলে তবেই তার খিদে পেত! …

দ্রোহকাল শেষে

কবি: রাজীব চক্রবর্ত্তী

এই দ্রোহকাল শেষ হয়ে গেলে
ঝরবে রক্ত জানি পলাশ শিমুলে,
ভালবাসা হয়ে।

গোলাপের পাঁপড়িরা দেবশিশু হবে,
রক্তিম কলরবে সুরভি ছড়াবে
রাজপথ ছুঁয়ে।

ঘুমোবে না ঈশ্বর বন্ধ মনের ঘরে,
হাসিমুখে যাবে হেঁটে মেঠোপথ ধরে
বুকে নিয়ে ফসলের ঘ্রাণ।…

আশা – ভালোবাসা

কবি: রাজীব চক্রবর্ত্তী

আজন্ম বয়ে যাওয়া ঋণের বোঝা
আজও হয়নি চোকানো,
তবু শৃঙ্খলিত উচ্ছৃঙ্খল মানুষের দল
ঠেলাঠেলি করে শুধু পেতে।
হরির লুঠের বাতাসার মত
কুড়িয়ে নিতে চায় সব কিছু।

ভালবাসাহীন পৃথিবী আমার জন্য নয়,
অবিশ্বাসের পৃষ্ঠভূমি নয় আমার খেলাঘর।
তবু …

ভালবাসা দিও

কবি: রাজীব চক্রবর্ত্তী

প্রেমহীন অবয়ব
তুলেছ গড়ে দিনে দিনে সভ্যতার নামে,
জীবনের কলরব
নাগপাশে বন্দি হয়ে, হয়ত যাবে থেমে।

অশ্রুসিক্ত চোখে
সৃষ্টির প্রত্যাঘাত আনখশির বয়ে,
হাহাকার ভরা বুকে
সংক্ষুব্ধ ধরণী শুধু দেখে যাব চেয়ে।

আজ ঘরের চৌকাঠে,
যাপন সঞ্চয় ভার …

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন