বলছে সময়
কবি: রাজীব চক্রবর্ত্তী
(১)
আনন্দ বেচেছি দুই হাতে,
ভরেছি লাভের পাত্র, কানায় কানায়।
তবু লোভের আগুন আরও গিলতে চায়।
আনন্দ কেনার ক্ষমতা
এই পৃথিবীতে অনেকেরই নেই।
তাই আজ পসরা সাজিয়ে বসেছি,
ভয় বেচতে।
(২)
বোধহীন পৃথিবী আত্মোন্মাদনায় সাবালক।
অক্লেশে পথ …

