পৌষের পুরুলিয়া

লেখক : সৌরভ মাহাতো

তোমরা আইস্ হে বাবুরা,
পুরুইলা টা একবার ঘুরে যাও।
গোলা ভর্তি ধান আছে,
থালা ভর্তি ভাত দিব।
শাক ভাজা আর আলু ভৈত্ত্যা,
টুকু টুকু ধারে দিব।
কাদা ক্ষেতে ধান উঠালি,
মরাই কুঁচড়ি সবই বাঁধলি।
ফুর্তি ফুটানি …

তুই পরিপূর্ণ

লেখক : সৌরভ মাহাতো

তুই পরিপূর্ণ।
খামতি তো আমার মধ্যে।
তা না হলে একটু দেখার জন্য বার বার বনগাঁ যেতাম না পাগলের মতো।
আমি বুঝি না তোর প্রবলেম, তাই খামতি আমার।
খামতি আমার তাই কল না এলে রাগ করে বসে …

হামরাও রাজা বঠি (আঞ্চলিক কবিতা)

লেখক : সৌরভ মাহাতো

তখন থেকে বলছি, তুই নাই শুনা পাছিস ন-কি রে! ফোনটা ইবার রাখবি নাকি কাচড়াই ভাঙে দিবো। দশ-দশ বারো হাজার টাকার ফোন লিবেক আর কাজের বেলাই ফাঁকি। বলেছিলি ন বরটাঁড়ে জাঞে এক হাল কাড়া ছেইলা কিনে দিব

খুকি

লেখক : সৌরভ মাহাতো

কারা যেন ডাক দিল ওই
আম পাড়তে চল
পাড়ার যত ছেলেরা সব
করছে বিনোদন।

আমি যাবো মা বললেই খুকি,
তুই তো এখন ছোট।
বাজার থেকে এনে দেবে বাবা,
একটু সবুর করো।


লেখক পরিচিতি : সৌরভ মাহাতো

স্বপ্নের লক্ষ্মী

লেখক : সৌরভ মাহাত

এসো গো মোর প্রাণবিলাসী এসে আমার প্রাণটা জুড়িয়ে দাও।
পারলে নিয়ে চলো তোমার মনের সুদূর প্রান্তে,
ঘুমের অঘোরে ঘুমোবো দুজন স্বপ্নে দেখিবে তোরে।
এইভাবে স্বপ্ন দেখিয়ে আমাকে চোরের মতো চুরি করে নিচ্ছো কেন?

কেন আমার ঘুমটাকে

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন